Sunday, April 21, 2024

নতুন বছরকে স্বাগত জানিয়ে কণ্ঠশিল্পী কামাল আহমেদ ও দিনাত জাহান মুন্নী…

হ্যাপি নিউ ইয়ার ২০২২ উপলক্ষে মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও দিনাত জাহান মুন্নীর যুগল কন্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও ‘আমরা দুজন’ প্রকাশিত হলো। মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন মোঃ মঞ্জুর-উল-আলম চৌধুরী,সুর, সঙ্গীত এবং চিত্রগ্রহণ পরিচালনায় জামিউর রহমান লেমন।

‘আমরা দুজন’ গানটি নেওয়া হয়েছে কামাল আহমেদ ও সহশিল্পীদের গাওয়া দ্বৈত কন্ঠে গানের অডিও এ্যালবাম ‘স্মৃতির শহরে’ হতে। এই এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের ১৫(পনের)টি গান রয়েছে। গানগুলো হলো :
আমরা দুজন, স্বর্গের সুর নিয়ে দুটি হৃদয়ে – গীতিকার: মোঃ মঞ্জুরুল-উল-আলম চৌধুরী, সুরকার: জামিউর রহমান লেমন এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী।
চলনা যাই ঘুরে আসি পাহাড়ের দেশে – গীতিকার: হেনা ইসলাম,সুরকার: বিশ্বজিৎ সরকার এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী।
এই পৃথিবীতে কেন এসেছি – গীতিকার: ও সুরকার : মিল্টন খন্দকার এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী।
ভালবাসা স্বর্গের এতো কাছে – গীতিকার: আয়েত হোসেন উজ্জল, সুরকার: আলী আফতাব লনি এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী।
বিপরীত মেরু থেকে দুটি চুপচাপ দুটি মন – গীতিকার :হেনা ইসলাম, সুরকার: রুম্মত হায়াত এবং অবন্তি সিঁথি।
ঝাউবনে বাতাসের শব্দ – গীতিকার: হেনা ইসলাম, সুরকার: ফরিদ আহমেদ এবং সহশিল্পী অবন্তি সিঁথি।
এই মন হারানোর আকাশটা ঐ – গীতিকার: মুনশী ওয়াদুদ, সুরকার: মোঃ গোলাম সারোয়ার এবং সহশিল্পী ফাহমিদা নবী।
হয়তো কোন এক স্মৃতির শহরে – গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার:নবীন কিশোর এবং সহশিল্পী নিশীতা বড়ুয়া।
কোন মহাসাগরের ঢেউ – গীতিকার: মুনশী ওয়াদুদ, সুরকার:এবং সহশিল্পীহুমায়রা বশির।
এই এখনই বলোনা যাই – গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: এস এম এ আউয়াল এবং সহশিল্পী রন্টি দাশ।
হৃদয়ের মূলে রেখেছি যে তুলে – গীতিকার ও সুরকার : শেখ মিলন এবং সহশিল্পী চম্পা বণিক।
বিরহের ব্যথা সয়ে – গীতিকার: কাজী আবু জাফর সিদ্দিকী, সুরকার:মোঃ গোলাম সারোয়ার এবং সহশিল্পী ইয়াসমিন মুশতারী।
রাতের খামে পাঠিয়ে দিলাম – গীতিকার: প্রসেনজিৎ ওঝা, সুরকার: মোঃ নূরুল হক এবং সহশিল্পী রুখসানা মুমতাজ।
আজ কোন কথা নয় – গীতিকার: আবিদা রহমান, সুরকার: আনিসুর রহমান তনু এবং সহশিল্পী রুখসানা মুমতাজ।
তোমার সাথে কথা বললেই – গীতিকার:বায়জীদ খুরশীদ রিয়াজ, সুরকার: ইবনে খালদুন রাজন এবং সহশিল্পী রুমানা ইসলাম।

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ এর সাধনা। বিশুদ্ধ গান তাকে টানে এবং ভালোলাগার জোয়ার আনে তার মনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২২টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।
শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ৭ (সাত) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন। সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত-ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে-সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে। – প্রেস বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles