Sunday, April 21, 2024

৪৫ বছর উদযাপনে থাকছে মাকসুদের সঙ্গীত…

– সালমা আক্তার।

সঙ্গীত হৃদয়ের কথা বলে, কথা বলে অদেখা অনুভুতির, কথা বলে ভালোবাসার।
মাকসুদের সংগীত জীবনের ৪৫ বছর উদযাপন করতে ছয়টি ব্যান্ড অংশ নিচ্ছে কনসার্টে। ‘মন ছোঁয়া মন হয়ে টিকে আছেন সংগীত প্রেমিক মাকসুদ। মাকসুদ – ৪৫ ইয়ার্স ইন মিউজিক’ শিরোনামে এই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ।
নানা বৈচিত্র্য নিয়ে ১৮ মার্চ ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। আনন্দমূখর পরিবেশে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তুলে ধরা হয়েছে। দীর্ঘ সময় নিয়ে, নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যান্ড মিউজিক আসোসিয়শনের সভাপতি মাইলসের হামিন আহমেদ, ফিডব্যাকের দলনেতা ও সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা শেখ মনি রুপম আলম (টিপু) ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, উপ পরিচালক ডা. কাজী রফিকুল আলম, হাসপাতালের মিডিয়া চীফ কো – অর্ডিনেটর এবং এ আয়োজনে ইভেন্ট পার্টনার ফ্যাক্টর থ্রি সুশনস প্রধান নির্বাহী সাহেদ হোসেন। সংগীত প্রেমীর প্রেমের স্বাক্ষর মাকসুদের সংগীতায়োজন।
গান আর আনন্দ উপভোগের মধ্য দিয়ে আলোয় আলোকিত হয়ে উঠুক মাকসুদের জীবন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles