asd
Thursday, September 12, 2024

বাংলা নববর্ষে কামাল আহমেদ এর ‘একটি মানচিত্র’ প্রকাশিত…

– রোদেলা জয়ী।

বাংলা নববর্ষ উপলক্ষে ১লা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ’র কন্ঠে গাওয়া দেশাত্মবোধক গানের মিউজিক ভিডিও ‘একটি মানচিত্র’ প্রকাশিত হল।
মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন মুজাহিদুল হক লেনিন, সুর ও সঙ্গীত পরিচালনায় শেখ সাদী খান, ভিডিও নির্দেশনায় গোবিন্দ রায় সুমন।

‘একটি মানচিত্র’ মিউজিক ভিডিওর গানটি নেওয়া হয়েছে কামাল আহমেদ অডিও এ্যালবাম ‘জন্মভূমি’ হতে। এই এ্যালবামে শিল্পী কামাল আহমেদের গাওয়া ১৬টি গান রয়েছে। গানগুলো হলো :
ঐ আঁকাবাঁকা মেঠোপথ গেছে বহুদূর – গীতিকার: শিরিন আখতার, সুরকার : মোঃ গোলাম সারোয়ার, সহশিল্পী : ফাহমিদা নবী।
দেশটা আমার কবিয়াল – গীতিকার : রঙ্গু শাহাবুদ্দিন, সুরকার : মোঃ গোলাম সারোয়ার, সহশিল্পী : নাসরিন আক্তার বিউটি।
শুভ, সুবর্ণ জয়ন্তীর নতুন আলোয় – গীতিকার : সুব্রত পাল, সুরকার : মাকসুদ জামিল মিন্টু, সহশিল্পী : সোমনুর মনির কোনাল।
আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি – গীতিকার : সৈয়দ শামসুল হক, সুরকার : ফয়সাল আহমেদ, সহশিল্পী: শারমিন লাকী।
একটি কবিতা লেখা হবে তার জন্য – গীতিকার : নির্মলেন্দু গুণ, সুরকার : বিনোদ রায়, সহশিল্পী : মুনিরা ইউসূফ মেমী।
স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা – গীতিকার : কবি শামসুর রাহমান, সুরকার : ফয়সাল আহমেদ, সহশিল্পী: ফারজানা করিম।
শত কবির শত শিল্পীর শুনিযে আহবান – গীতিকার : ফজলুল হক সিদ্দীকী, সুরকার : ফয়সাল আহমেদ।
এই দেশটাকে ভালোবেসে – গীতিকার : মুনশী ওয়াদুদ, সুরকার : শেখ সাদী খান।
সুরমার স্রোত ছুঁয়ে – গীতিকার : ঝর্ণা দাশ পুরকায়স্থ, সুরকার : স, ম, খায়রুল ইসলাম।
কোন দেশের মাটি আমায় – গীতিকার : ফাতেমা ফরিদ, সুরকার : লোকমান হাকিম।
যতদূরে যেখানে যাই – গীতিকার : নাসির আহমেদ, সুরকার : আজাদ মিন্টু।
স্বপ্নের মতোই সুন্দর – গীতিকার : রফিকুল ইসলাম ইরফান, সুরকার : আজাদ মিন্টু।
আমি আকাশে লিখেছি সূর্যোদয়ের গান – গীতিকার : মোহাম্মদ রফিকউজ্জামান, সুরকার : এস.এম আউয়াল।
আর কেঁদো না মা – গীতিকার ও সুরকার : শাহেদুজ্জামান খান চপল।
ইটপাথরের ঘন জঙ্গলে – গীতিকার : আবিদ আনোয়ার, সুরকার : বাসুদেব ঘোষ।
একটি মানচিত্র – গীতিকার : মুজাহিদুল হক লেনিন, সুরকার : শেখ সাদী খান।

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২৩টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।
পাশাপাশি কণ্ঠশিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ৭টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন। নতুন বছরে সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত-ভরা জীবনের সুন্দর একটা জয়।
কামাল আহমেদের গাওয়া গানে মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles