Saturday, April 13, 2024

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কামাল আহমেদ এর ‘প্রথম প্রেম’ প্রকাশিত…

– রোদেলা জয়ী।

৮ই মে ২০২১ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকীতে মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে কামাল আহমেদের ১৯তম অডিও এ্যালবাম ‘প্রথম প্রেম’ প্রকাশিত হলো। মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়। ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়া একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে। ১০টি প্রেম পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত নিয়ে সাজানো হয়েছে এ্যালবামটি। এ্যালবামের গানগুলো হলো –

০১। সকরুণ বেণু বাজায়ে কে যায়
০২। ভালোবেসে যদি সুখ নাহি
০৩। তুমি একটু কেবল বসতে দিও কাছে
০৪। অনেক পাওয়ার মাঝে মাঝে
০৫। অনেক কথা যাওযে বলে
০৬। আজি সাঁঝের যমুনায় গো
০৭। বঁধু মিছে রাগ কোরো না
০৮। ওই জানালার কাছে বসে আছে
০৯। আমার নিশীথরাতের বাদলধারা
১০। আমার পরান যাহা চায়

এ্যালবামটির সঙ্গীতায়জনে করেছেন ইবনে রাজন। গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত-ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে-সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। সঙ্গীতশিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles