তথ্য সংগ্রহে – সালমা আক্তার।
প্রথম পর্ব প্রকাশিত হল, চলবে…
গান কি কেবলী গান ? না, গান কেবলী গান নয়, গান কখনো হৃদয়ের কথা, কখনো স্বপ্নের কথা, গান কখনো ভালোবাসার কথা। গান হৃদয় ছুঁয়ে গেলে তা হয়ে উঠে মিলন কিংবা বিরহের অনুভূতি। কথা, সুর, বাদ্যযন্ত্র আর কন্ঠের তরঙ্গে ভেসে চলা গান, সহজেই অনুভূতির কিনারায় পৌঁছে যেতে পারে। প্রকৃত সুন্দর সুষ্ঠ চিন্তার গান সৃষ্টিতে অবদান ছড়িয়ে থাকে গীতিকবি, সুর স্রষ্টা, অনুরাগী কন্ঠ ও বাদ্যযন্ত্র বাদকের গভীর প্রেম সাধনা। মন ভালো রাখতে, প্রেমকে হৃদয় দিয়ে অনুভব করতে, স্রষ্টার অনুরাগে সিক্ত হতে ভালো গান হোক সবার জীবনের সঙ্গী।
শ্রেষ্ঠ গান ও গানের মেলায় আজকের কথোপকথনের তালিকায় কিছু গানের কথা জেনে নেয়া যাক, হতে পারে এই গান আপনার প্রিয় মুহূর্ত হয়ে হৃদয়ের আনন্দ খোরাক যোগাবে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কিছু গানের কথা :
১) তুমি চাহিয়া দেখো…- গানটিতে চমৎকার কন্ঠ দিয়েছেন কন্ঠ শিল্পী মৃনাল কান্তি দাস।
২) বাড়ির পূর্ব ধারে…- গানের কন্ঠশিল্পী মমতাজ বেগম, সুর স্রষ্টা প্লাবন কোরেশী।
৩) মায়া মায়ারে…- কন্ঠশিল্পী ফাতিমা-তুয-যাহুরা ঐশী।
৪) ইস্টিশনে আমার জন্ম…- গীতিকবি নির্মলেন্দু গুন।
৫) চল হে বন্ধু চল…- গীতিকবি কামাল চৌধুরী।
৬) না জানি কোন অপরাধে…- কন্ঠশিল্পী মমতাজ, সুরস্রষ্টা- বাপ্পা মজুমদার, গীতিকবি- সেঁজুল হোসেন।
৭) তোর প্রেমেতে অন্ধ…- মাহফুজ আনাম জেমস, চলচ্চিত্র : সত্তা।
৮) যদি মন কাঁদে তুমি চলে এসো…- কন্ঠশিল্পী মেহের আফরোজ শাওন, চলচ্চিত্র : কৃষ্ণ পক্ষ।
৯) হায়রে মানুষ রঙ্গীন ফানুস…- কালজয়ী কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর, চলচ্চিত্র : বড় ভালো লোক ছিল।
১০) সবাইতো ভালবাসা চায়…- কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর, চলচ্চিত্র : সারেন্ডার।
১১) উথাল পাথাল জোয়ার…- গীতিকার আমিরুল ইসলাম, সুর স্রষ্টা ও কন্ঠ শিল্পী এস আই টুটুল।
১২) আমি পথ চলি একা…- কন্ঠ সম্রাট এন্ড্রু কিশোর, চলচ্চিত্র : ক্ষতি পূরণ।
১৩) আমার সুখ সে তো…- কোকিল কন্ঠি প্রিয়াংকা গোপ।
১৪) তোমারে ছাড়তে বন্ধু…- কালজয়ী কন্ঠ শিল্পী সুবীর নন্দী, চলচ্চিত্র : মহুয়া সুন্দরী।
১৫) দুঃখ বীনা হয় না সাধন…- কন্ঠ সম্রাট এন্ড্রু কিশোর, চলচ্চিত্র : পদ্মা মেঘনা যমুনা।
১৬) বিধিরে ও বিধি…- গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, সুর স্রষ্টা ইমন সাহা, চলচ্চিত্র : মেয়েটি এখন কোথায় যাবে ?
১৭) এসো একবার দু’জনে…- কন্ঠ সম্রাট এন্ড্রু কিশোর, চলচ্চিত্র : কবুল।
১৮) অমৃত মেঘের বারই…- কন্ঠ শিল্পী ওয়াকিল আহাদ, চলচ্চিত্র : দর্পণ বিসর্জন।
১৯) চোখ যে মনের কথা বলে…- কন্ঠ সম্রাট এন্ড্রু কিশোর, চলচ্চিত্র : আজ গায়ে হলুদ।
২০) কি যাদু করিলা…- কন্ঠ সম্রাট এন্ড্রু কিশোর।
২১) এ জীবন ধুপের মত গন্ধ বিলায়…- কালজয়ী কোকিল কন্ঠি রুনা লায়লা, চলচ্চিত্র : দেবদাস।
২২) ভালবেসে একবার কাঁদালে…- কালজয়ী মিষ্টি কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, চলচ্চিত্র : দেবদাস।
২৩) এই তো জীবন, কিছু হাসি…- অমর কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর।
২৪) তুমি আসবে বলে…- কালজয়ী কন্ঠশিল্পী রুনা লায়লা।
২৫) একটি চাঁদ ছাড়া রাত…- সুর-স্রষ্টা ও কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, গীতিকবি- কবির বকুল, চলচ্চিত্র স্বামী-স্ত্রীর ওয়াদা।
২৬) সোনারো পালঙ্কের ঘরে…- কন্ঠ শিল্পী চন্দনা মজুমদার ও কাজী কৃষ্ণকলি ইসলাম, চলচ্চিত্র মনপুরা।
২৭) ভালোবাসলেই ঘর বাঁধা যায় না…- সুর-স্রষ্টা শেখ সাদী খান, কন্ঠশিল্পী শাম্মী আখতার ও এস আই টুটুল।
২৮) নিঃশ্বাস আমার তুমি…- গীতিকবি কবির বকুল।
২৯) সব সখীরে পাড় করিতে…- অমর কন্ঠশিল্পী আবদুল আলীম, চলচ্চিত্র: সুজন সখী।
৩০) আমি তো আজ ভুলেই গেছি সবই…- কালজয়ী কন্ঠশিল্পী মাহমুদুল নবী, চলচ্চিত্র : দি রেইন।
৩১) কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল…- কথা: গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুরস্রষ্টা : আলাউদ্দিন আলী, কালজয়ী কন্ঠশিল্পী : এন্ড্রু কিশোর ও কনক চাঁপা।
৩২) আছেনা আমার মোক্তার…- কালজয়ী কন্ঠশিল্পী সৈয়দ আবুল হাদী, চলচ্চিত্র : গোলাপী এখন ট্রেনে।
৩৩) কেউ কোন দিন আমারে তো…- কালজয়ী কন্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, চলচ্চিত্র : সুন্দরী।
৩৪) আমার এ দু’টি চোখ…- অমর কন্ঠশিল্পী সুবীর নন্দী, চলচ্চিত্র : মহানায়ক।
৩৫) আমার দোষে দোষী আমি…- কালজয়ী কন্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, চলচ্চিত্র : কসাই।
৩৬) তুমি এমনই জাল পেতেছে…- অমর কন্ঠশিল্পী সুবীর নন্দী, গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, চলচ্চিত্র : শুভদা।
৩৭) হৃদয় থেকে হৃদয়…- অমর কন্ঠশিল্পী খালিদ হাসান মিলু।
৩৮) একটা ছিল সোনার কন্যা…- অমর কন্ঠশিল্পী সুবীর নন্দী, চলচ্চিত্র : শ্রাবণ মেঘের দিন।
৩৯) আমার প্রেমের তাজমহল…- কালজয়ী কন্ঠশিল্পী মনির খান, চলচ্চিত্র : প্রেমের তাজমহল।
৪০) স্বপ্ন তুমি সত্যি তুমি…- কন্ঠশিল্পী বাংলা গানের যুবরাজ আসিফ আকবর, চলচ্চিত্র : রানী কুঠির বাকী ইতিহাস।
৪১) দুই নয়নের আলো…- কালজয়ী কন্ঠশিল্পী মনির খান।
৪২) আমি নিঃশ্ব হয়ে যাব…- কন্ঠশিল্পী চন্দন সিনহা! চলচ্চিত্র : প্রেম কাহিনী।
৪৩) আসছে দেশা আসছে…- কন্ঠশিল্পী মাহফুজ আনাম জেমস, চলচ্চিত্র দেশা দ্য লিডার।
৪৫) যদি দুঃখ ছুঁয়ে…- কন্ঠশিল্পী নাইমুল ইসলাম রাতুল, চলচ্চিত্র : পুত্র।
৪৬) চঞ্চলা হাওয়া রে…- কন্ঠশিল্পী রুনা লায়লা, চলচ্চিত্র : দি রেইন।
৪৭) হায়রে কপাল মন্দ…- কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, চলচ্চিত্র : গোলাপী এখন ট্রেনে।
৪৮) যাদু বীনা পাখি…- কালজয়ী কন্ঠশিল্পী রুনা লায়লা, চলচ্চিত্র : যাদুর বাঁশি।
৪৯) কেউ কোন দিন আমারে তো…- কালজয়ী কন্ঠশিল্পী রুনা লায়লা, চলচ্চিত্র : সুন্দরী।
৫০) ভালবাসি বলিব না আর…- কালজয়ী কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, চলচ্চিত্র : কসাই।
৫১) এই দুনিয়া এখন তো আর…- কোকীল কন্ঠি কন্ঠশিল্পী মিতালী মুখার্জি, চলচ্চিত্র : দুই পয়সার আল্তা।
৫২) এই হৃদয়ে এত কথার কাঁপন…- কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, চলচ্চিত্র : চন্দ্রনাথ।
৫৩) আমার মেন ভেতর অনেক জ্বালা…- কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, চলচ্চিত্র : প্রেমিক।
৫৪) এত সুখ সইব কেমন করে…- অমর কন্ঠশিল্পী নিলুফার ইয়াসমিন।
৫৫) শত জনমের স্বপ্ন…- কালজয়ী কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, চলচ্চিত্র : রাজলক্ষী শ্রীকান্ত।
৫৭) আবার দু’জনে দেখা হলো…- কালজয়ী কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, চলচ্চিত্র : দুই জীবন।
৫৮) সাগরের সৈকতে…- অমর কন্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ, চলচ্চিত্র : ছুটির ফাঁদে।
৫৯) হে মাতৃভূমি…- কালজয়ী কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, চলচ্চিত্র : দাঙ্গা।
৬০) বনমালী তুমি…- কালজয়ী কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, চলচ্চিত্র : রাধা কৃষ্ণ।
৬১) কাল তো ছিলাম ভালো…- কালজয়ী কন্ঠশিল্পী রুনা লায়লা, চলচ্চিত্র : অন্তরে অন্তরে।
৬২) আমার প্রেমের তাজমহল…- কোকীল কন্ঠি কন্ঠশিল্পী কনক চাঁপা, চলচ্চিত্র : প্রেমের তাজমহল।
৬৩) দুই নয়নের আলো…- কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
৬৪) আমার মাঝে এখন নেই তো আমি…- মিষ্টি কন্ঠি কন্ঠশিল্পী সামিনা চৌধুরী, চলচ্চিত্র : রানী কুঠির বাকি ইতিহাস।
৬৫) লুকোচুরি লুকোচুরি গল্প…- কোকিল কন্ঠি কন্ঠশিল্পী ফাহমিদা নবী।
৬৬) যাও পাখি বল তারে…- কন্ঠশিল্পী চন্দনা মজুমদার ও কাজী কৃষ্ণ কলি ইসলাম, চলচ্চিত্র : মনপুরা ।
৬৭) প্রজাপতি…- কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
৬৮) ভালোবাসলেই ঘর বাঁধা যায় না…- কালজয়ী কন্ঠশিল্পী শাম্মী আখতার।
৬৯) নিশি পক্ষীরে…- কন্ঠশিল্পী মমতাজ বেগম।
৭০) আমার সুখ সে তো…- প্রিয়াংকা গোপ, চলচ্চিত্র : অনিল বাগচীর একদিন।
গত পঞ্চাশ বছরে উল্লেখযোগ্য শ্রোতা নন্দিত অন্যান্য গান সমূহের মধ্যে রয়েছে –
৭১) এখন অনেক রাত…- কন্ঠশিল্পী আইয়ুব বাচ্চু (এল আর বি), এ্যালবাম ফেরারী মন।
৭২) সেই তুমি কেন এত অচেনা হলে…- কন্ঠশিল্পী আইয়ুব বাচ্চু (এল আর বি), এ্যালবাম- ফেরারী মন।
৭৩) হতেও পারে এই দেখা শেষ দেখা…- কন্ঠশিল্পী নগর বাউল জেমস।
৭৪) কেন এই নিঃসঙ্গতা…- কন্ঠশিল্পী পার্থ বড়ুয়া, এ্যালবাম : আজ দিন কাটুক গানে।
৭৫) তুমি নিজে নিজেকে প্রশ্ন করে দেখ…- কন্ঠশিল্পী হাসান।
৭৬) ওই রেল লাইনের ওই বস্তিতে…- কন্ঠশিল্পী পপসম্রাট আযম খান।
৭৭) একটাই দুঃখ আমার বোঝ নি…- কন্ঠশিল্পী পপসম্রাট আযম খান।
৭৮) একলা হতে চাই…- কন্ঠশিল্পী তাহসান।
৭৯) কেউ কথা রাখেনি…- কথা, সুর ও কন্ঠ শিল্পী মিনার রহমান।
৮০) এই রাত ডাকে ওই চাঁদ ডাকে…- গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, সুর-স্রষ্টা- খোন্দকার নুরুল আলম, অমর কন্ঠশিল্পী সুবীর নন্দী ও শাম্মী আকতার।
৮১) যায় দিন যায় একাকী…- গীতিকবি- কবির বকুল, কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস আই টুটুল।
৮২) ভালোবাসবো, ভালবাসবোরে বন্ধু…- গীতিকার জুয়েল মাহমুদ, কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ।
৮৩) আমি তোমার মনের ভেতর…- গীতিকবি- সোহেল আরমান, কন্ঠশিল্পী ও সংগীত হাবিব ওয়াহিদ।
৮৪) মেয়ে তুমি কি…- কন্ঠশিল্পী আইয়ুব বাচ্চু (এল আর বি), এ্যালবাম : ফেরারী মন।
৮৫) নীল চাঁদ ওয়া…- গীতিকবি- নজরুল ইসলাম বাবু, সুর ও সংগীত পরিচালনা লোকমান হাকিম।
৮৬) এমনও তো প্রেম হয়…- গীতিকবি- আমজাদ হোসেন, সংগীত পরিচালক- শেখ সাদী খান, কালজয়ী কন্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী।
৮৭) চোখ বুঝিলে দুনিয়া আন্ধার…- কালজয়ী কন্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী।
৮৮) মন আমার দেহ ঘড়ি…- কথা ও সুর- আব্দুর রহমান বয়াতি, কন্ঠশিল্পী ফকির আলমগীর।
৮৯) বন্ধু তোমার আমার এই যে পিরীতি…- গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, সুর- খন্দকার নূরুল আলম, অমর কন্ঠশিল্পী সুবীর নন্দী।
৯০) তুমি এমনই জাল পেতেছো সংসারে…- গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, সুরস্রষ্টা- খন্দকার নূরুল আলম, অমর কন্ঠশিল্পী সুবীর নন্দী।
৯১) পৃথিবী যে কত সুন্দর…- গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও কন্ঠশিল্পী খন্দকার নূরুল আলম।
৯২) যখন রজনীগন্ধা…- গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও কন্ঠশিল্পী : খন্দকার নুরুল আলম।
৯৩) আমি চাঁদকে বলেছি…- গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও কন্ঠশিল্পী খন্দকার নুরুল আলম।
৯৪) আর কি আমার হবে গো সময়…- গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, সুরস্রষ্টা- আলাউদ্দিন আলী, কালজয়ী কন্ঠশিল্পী রফিকুল আলম।
৯৫) কিছুটা সময় কেন দিলে না…- গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, কালজয়ী সুরস্রষ্টা- সুজেয় শ্যাম, কন্ঠশিল্পী রফিকুল আলম।
৯৫)হৃদয় আমি যন্ত্রণার হাতে…- গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুরস্রষ্টা- অনুপ ভট্টাচার্য, কন্ঠশিল্পী রফিকুল আলম।
৯৬) হায়রে অবুঝ নদীর দুই কিনার…- গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, সুর-স্রষ্টা- খন্দকার নুরুল আলম, কন্ঠশিল্পী সুবীর নন্দী।
৯৭) সুখ পাখি তোর হইলো না আপন…- গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, সুর স্রষ্টা খন্দকার নুরুল আলম, অমর কন্ঠশিল্পী সুবীর নন্দী।
৯৮) বধূয়ার মান ভাঙ্গতে জীবন গেল…- গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান,সুর-স্রষ্টা- খন্দকার নুরুল আলম, অমর কন্ঠশিল্পী সুবীর নন্দী।
৯৯) আকাশটা তো নীল চিঠি নয়…- কথা গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুর-স্রষ্টা- খন্দকার নুরুল আলম, কন্ঠশিল্পী মিতালী মুখার্জি।
১০০) একদিন ছুটি হবে…- গীতিকবি- মোহাম্মদ রফিকউজ্জামান, সুর-স্রষ্টা- সত্য সাহা, কালজয়ী কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
আন্তরিক ভাবে দুঃখিত কোন কোন গানের গীতিকবি, সুর-স্রষ্টার নামের তথ্য সংগ্রহ সম্ভব হয় নি বলে, সুপ্রিয় পাঠক শ্রোতা আপনার জানা থাকলে মন্তব্যে জানালে কৃতজ্ঞ রব।
বেঁচে থাক বাংলা গান, সৃষ্টি হোক নতুন নতুন শুদ্ধ গান।
গত পঞ্চাশ বছরের অন্যান্য সেরা উল্লেখযোগ্য গানের কথা জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।