– প্রেস রিলিজ।
আগামীকাল ৪ মার্চ, বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিক মিউজিক্যাল লাইভ শো ‘নিশি গুনগুন’। বৃহস্পতিবার রাত দশটার ইংরেজি সংবাদের পর শুরু হবে এই সরাসরি গানের অনুষ্ঠান। এ পর্বে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ। প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার নিজের গানসহ গুনি শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি জনপ্রিয় গান পরিবেশন করেন। গানের পাশাপাশি দর্শকরাও সরাসরি টেলিফোনে অংশ নিতে পারেন এই অনুষ্ঠানে। আমন্ত্রিত শিল্পী বা গান সম্পর্কে কোন তথ্য জানতে চাইলে ফোনেও প্রশ্ন করতে পারবেন। এস. কে. সাহার গ্রন্থনা, গবেষণা ও পরিকল্পনা ‘নিশি গুনগুন’ প্রযোজনা করেন আল মামুন ও অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করছেন বিটিভি’র পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীস এষ।