asd
Sunday, September 29, 2024

শামীমা রহমানের সঙ্গীত জীবন ও একক সঙ্গীত সন্ধ্যা…

– সুব্রত মণ্ডল সৃজন।

বেশ ছোটবেলায় সঙ্গীতে হাতেখড়ি। বলা যায়, স্কুলে যাবার আগেই হারমনিয়াম ধরা। স্কুল জীবন শুরু হলো। লেখাপড়ার পাশাপাশি সমান্তরালে সঙ্গীত চর্চাও চলতে থাকে। সঙ্গীত শিক্ষা মূলত নজরুল সঙ্গীতে বেশি মনযোগী।
জন্মসূত্রে খুলনার মেয়ে, লেখাপড়া, বেড়ে ওঠা খুলনাতেই। স্কুল জীবনের শেষ পর্যায় কলেজ জীবনে খুলনা বেতারে নিয়মিত শিল্পী। তারপর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। মূলত লেখাপড়া ও অন্যান্য জটিলতার জন্য সঙ্গীতে পড়ে যায় বড় এক শূন্যস্থান।

পরবর্তীতে ‘ছায়ানটের’ নজরুল গীতির উপর কোর্স করি। ‘নজরুল ইনিস্টিটিউশনে’ উচ্চতর ক্লাসিক্যালে কোর্স করলাম। তারপর সঙ্গীতজ্ঞ আজাদ রহমান স্যারের কাছে সঙ্গীতে তালিম নেয়া।
তারপর এখন আমি গানের মধ্যেই আছি নিজের মতো করে। এই কথাগুলো বলেছেন কন্ঠশিল্পী শামীমা রহমান মুন্নী।

২০০০ সালের কিছু আগে ‘ক্রান্তি’, সংগঠনে যোগদান, পরবর্তীতে ‘স্বভূমি’ সংগঠনের সাথে যুক্ত হওয়া। সঙ্গীত নিকেতন ‘ছায়ানট’ থেকে নজরুল গীতির উপর সার্টিফিকেট কোর্স এবং নজরুল ইনিস্টিটিউট থেকে রাগ সঙ্গীতে কোর্স করা।

বর্তমানে আধুনিক সঙ্গীতটাকেই বেশি পরিবেশন করা হয়ে থাকে। সেইসূত্রে ‘মৃদঙ্গ’ সংগঠনের সাথে যুক্ত আছেন কণ্ঠশিল্পী মুন্নী।

আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২০) রাত ৯:৩০ টায় এই কন্ঠশিল্পী ‘সঙ্গীতাঙ্গন’ পত্রিকার ফেইসবুক পেইজে ‘একক সঙ্গীত সন্ধ্যা’ নিয়ে লাইভে আসছেন সংগীত প্রিয়দের গান শোনাতে ও আড্ডা দিতে। কণ্ঠশিল্পী শামীমা রহমান মুন্নী’র সাথে লাইভে যুক্ত হতে চোখ রাখুন সঙ্গীতাঙ্গনের ফেইসবুক পেইজে।
www.facebook.com/shangeetangon অথবা এই পেইজের সাথে যুক্ত থাকুন।

সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে শিল্পী, ভক্ত-শ্রোতাসহ সকলের জন্য রইল শুভকামনা।

https://www.facebook.com/shangeetangon/videos/719314942039768/
https://www.facebook.com/shangeetangon/videos/382836349791370/

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles