Saturday, April 20, 2024

শারদীয়া শুভেচ্ছায় সঙ্গীতাঙ্গন…

– সুব্রত মণ্ডল সৃজন।

শুরু হয়ে গেল সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা। মা দুর্গাকে বলা হয় দুর্গতিনাশিনী। সকল অশুভ শক্তির বিনাশকারি শক্তির প্রতীক হচ্ছে মা দুর্গা। বর্তমান বিশ্বে অশুভ শক্তির প্রকট আকার ধারণ করছে। তাই সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানাই। সবার মঙ্গল প্রার্থনা করে মায়ের কাছে ‘মা দুর্গার প্রতি’ শিরোনামে একটা প্রার্থনামূলক কবিতা অর্পণ করছি…

ধরণী যখন আহত হয়ে মৃতপ্রায় অবস্থা!
ঠিক সেই মুহুর্তে শুনি তোমার আগমনী বার্তা…
মহামারীতে বিশ্ব আজ আতঙ্কে আতঙ্কিত
মানুষের মন যেখানে ক্ষত বিক্ষত!

চারিদিকে শুনি আজ নির্যাতনের সংবাদ
ভালোবাসা নেই মানুষের মাঝে,
মানুষে মানুষে রক্তপাত!
নেই কোন মানবতা, নেই ভালোবাসা,
মানুষের মনে গর্জে ওঠে
নির্যাতনের প্রতিবাদী ভাষা!

তুমিতো মা দুর্গা, দুর্গতি করো নাশ
তোমার কাছে মা করি প্রার্থনা, জানিয়ে মনের আশ।
অশুভ যত শক্তি- মাগো, আর যত অন্যায়
তোমার শুভ শক্তি দিয়ে, ঘটাও এবার প্রলয়।

কেমন করে দেখি বলো মা, এমন হানাহানি
আমরা যে তোমারই সন্তান, এইতো শুধু জানি।

অশান্তিতে ঘেরা যেথায়, আছে আঁধার-কালো
সেই আঁধারে ‘শান্তি’ নামের, জ্বালাও তুমি আলো।

এবার তুমি মা মানুষেরে, মানুষ করে যাও
মানুষে মানুষে দিয়ে প্রেম-ভালোবাসা,
নতুন করে এ ভুবন সাজাও।

তোমার কাছে মা বলবো কী আর, করি প্রার্থনা
যেন তোমার কৃপায় জ্বলুক আলো,
কারো মনে কালি থাকে না…

প্রণাম জানাই মাগো, তোমার সন্তান
অন্তর মাঝে সদা যেন বাঁজে, সত্যের জয়গান…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles