asd
Saturday, September 28, 2024

আলাউদ্দিন আলী ও তার শ্রেষ্ঠ গান…

– মোঃ মোশারফ হোসেন মুন্না।

একসময় বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি কথা প্রচলিত ছিল। সেটি হলো- ‘আপনি আলাউদ্দিন আলীর সুরে গান করেননি, তো কিছুই করেননি। আপনার সঙ্গীত জীবনই ব্যর্থ।’ সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে বহু শ্রোতাপ্রিয় গানের জন্মদাতা। তিনি শুধু একজন সঙ্গীত পরিচালক নন, একাধারে তিনি গীতিকার, নামকরা বেহালাবাঁদকও। সঙ্গীতে প্রথম হাতেখড়ি ছোট চাচা সাদেক আলীর কাছে,পরে ১৯৬৮ সালে যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন। শুরুটা শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে, পরে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গেই কাজ করেন দীর্ঘদিন। লোকজ ও ধ্রুপদী গানের সংমিশ্রণে গড়ে ওঠা তাঁর সুরের নিজস্ব ধরন বাংলা সঙ্গীতে এক আলাদা ঢং হয়ে উঠেছে বিগত প্রায় চার দশক ধরেই, পেয়েছেন শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের মর্যাদা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বহু স্বনামধন্য শিল্পী তাঁর সুরে গান করে নিজেদের করেছেন সমৃদ্ধ। বর্নাঢ্য ক্যারিয়ারে একবার হ্যাটট্রিক সহ মোট সাতবার জাতীয় পুরস্কার অর্জন করেন। ১৯৫২ সালে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি সঙ্গীত পরিচালক গত ৯ আগস্ট ২০২০, পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করছি।

আলাউদ্দিন আলীর সুরারোপিত অন্যতম সেরা বিশটি গান :

চলচ্চিত্রের গান:-

১. আছেনা আমার মোক্তার
গীতিকার: আমজাদ হোসেন
কন্ঠ: সৈয়দ আব্দুল হাদী
সিনেমা: গোলাপী এখন ট্রেনে(১৯৭৮)
অর্জন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২. এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই
কথা: মাসুদ করিম
শিল্পী: মিতালী মূখ্যার্জি
সিনেমা: দুই পয়সার আলতা(১৯৮২)।

৩. কেউ কোনোদিন আমারে তো
কথা: আমজাদ হোসেন
কন্ঠ: সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী
সিনেমা: সুন্দরী(১৯৭৯)
অর্জন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

৪. জন্ম থেকে জ্বলছি
কথা: গাজী মাজহারুল আনোয়ার
কন্ঠ: সৈয়দ আব্দুল হাদী
সিনেমা: জন্ম থেকে জ্বলছি(১৯৮১)।

৫. চোখের নজর এমনি কইরা
কথা: গাজী মাজহারুল আনোয়ার
কন্ঠ: সৈয়দ আব্দুল হাদী
সিনেমা: ফকির মজনু শাহ(১৯৭৮)।

৬. আমি আছি থাকবো
কথা: আমজাদ হোসেন
কন্ঠ: সাবিনা ইয়াসমিন
সিনেমা: সুন্দরী(১৯৭৯)।

৭. এমনো তো প্রেম হয়
কথা: মাসুদ করিম
কন্ঠ: সৈয়দ আব্দুল হাদী
সিনেমা: দুই পয়সার আলতা(১৯৮২)।

৮. ভালোবাসা যতো বড়, জীবন তত বড় নয়
কথা: মো: রফিকুজ্জামান
কন্ঠ: কুমার শানু, মিতালি মূখ্যার্জী
সিনেমা: চরম আঘাত(১৯৯৪)।

৯. শত জনমের স্বপ্ন তুমি, আমার জীবনে এলে
কথা: আবু হেনা মুস্তফা কামাল
কন্ঠ: সাবিনা ইয়াসমিন
সিনেমা: রাজলক্ষ্মী শ্রীকান্ত(১৯৮৭)।

১০. দু:খ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়
কথা: আমজাদ হোসেন
কন্ঠ: সাবিনা ইয়াসমিন
সিনেমা: জন্ম থেকে জ্বলছি(১৯৮১)।

১১. পারিনা ভুলে যেতে
কথা: গাজী মাজহারুল আনোয়ার
কন্ঠ: সাবিনা ইয়াসমিন
সিনেমা: সাক্ষী(১৯৭৯)।

১২. আমার মনের ভিতর অনেক জ্বালা
কথা: আলাউদ্দিন আলী
কন্ঠ: সাবিনা ইয়াসমিন
সিনেমা: প্রেমিক(১৯৮৫)
অর্জন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

১৩. হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ
কথা: আমজাদ হোসেন
কন্ঠ: সাবিনা ইয়াসমিন
সিনেমা: গোলাপী এখন ট্রেনে(১৯৭৮)।

১৪. সুন্দর সন্ধ্যায় এই গান দিলাম উপহার
কথা: মনিরুজ্জামান মনির
কন্ঠ: সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
সিনেমা: শেষ খেলা(১৯৯৫)।

১৫. সে আমার ভালোবাসার আয়না
কথা: গাজী মাজহারুল আনোয়ার
কন্ঠ: মনির খান
সিনেমা: লাল দরিয়া(২০০২)
অর্জন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আধুনিক ও দেশাত্মবোধক গান:-

১৬. সুখে থাকো ও আমার নন্দিনী
কথা: মনিরুজ্জামান মনির
কন্ঠ: জাফর ইকবাল।

১৭. যেটুকু সময় তুমি থাকো কাছে
কথা: প্রদীপ গোস্বামী
কন্ঠ: ভূপিন্দর সিং,মিতালি মূখ্যার্জি।

১৮. বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম
কথা: গাজী মাজহারুল আনোয়ার
কন্ঠ: রুনা লায়লা।

১৯. যে ছিল দৃষ্টির সীমানায়
কথা: মনিরুজ্জামান মনির
কন্ঠ: শাহনাজ রহমতউল্লাহ।

২০.ও আমার বাংলা মা তোর
কথা: আবুল মুহম্মদ ফখরুদ্দিন
কন্ঠ: সাবিনা ইয়াসমিন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles