asd
Thursday, December 5, 2024

শিল্পী মনে বৃষ্টির ভাবনা…

– মোশারফ হোসেন মুন্না।

গানঃ ঝুম ঝুম বৃষ্টি…
কন্ঠ শিল্পী : কণা ও কুমার বিশ্বজিৎ
কথা ও সুরঃ ইশতিয়াক
সঙ্গীতঃ অর্ণব
চলচ্চিত্রঃ জাগো
বৃষ্টির ঝুম ঝুম শব্দ থেকে কনাও পিছিয়ে যাননি। ২০০৯ সালে জাগো ছবিতে কুমার বিশ্বজিতের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া ‘ঝুম ঝুম বৃষ্টি’ ছিল তার একটি আলোচিত গান। অর্ণবের কম্পোজিশন এবং ইশতিয়াকের কথা ও সুরে কনা কল্পনার বৃষ্টিতে ভিজেছিলেন এই গানে। অন্যান্য ভালো সব গানের মতো এ গানটিও ছিল একই ধারার। তবুও কনা কোথাও যেন অন্যরকম অনুভূতি পেয়েছিলেন গানটিতে। তাই এ গানটিতে কণ্ঠ দেয়ার ক্ষেত্রে শুধু কনাই সময় দিয়েছিলেন দেড় ঘণ্টার বেশি। বেঙ্গল স্টুডিওতে রেকর্ডিং হয় গানটি। এ গানের বিষয়ে কনা বলেছেন, আমি নিজে জাগো ছবিটি দেখেছিলাম। অসম্ভব সুন্দর গল্পের ধারা। আমি মনে করি, আমার এবং কুমার বিশ্বজিৎ’দার গাওয়া গানটি ছিল অসাধারণ। দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছিলাম গানটিকে ঘিরে।

বৃষ্টির গানের ক্ষেত্রে অনুভূতি জানতে চাইলে কনা বলেন, অন্যান্য বৃষ্টির গান থেকে এ গানটি ছিল অন্যরকম। দারুণ কম্পোজিশন করেছিলেন অর্ণব। এছাড়া গানটি গাওয়ার ক্ষেত্রে মন থেকে কোনো এক অজানা কারণে অতিরিক্ত সতর্ক ছিলাম। ভালোলাগার সবটুকু গানটিতে কণ্ঠের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। কখন থেকে এমন অনুভূতি তৈরি হয়েছিল প্রশ্ন করলে কনা জবাব দিলেন, অর্ণব ভাই যখন ফোন করে বললেন, ফিল্মে একটা গান গাইতে হবে, তখন আমি ধরে নিয়েছি এ গানের কম্পোজিশন অন্যান্য গানের চেয়ে একটু হলেও আলাদা হবে। কিন্তু এর ক্ষেত্রে নতুন অনুভূতি এবং অভিজ্ঞতার তৈরি হবে তা বুঝতে পারিনি। তবে সব কিছুর মাঝে আরেকটি সত্য হলো, গানটি গাওয়ার ক্ষেত্রে যখন আমি অতিরিক্ত অনেক সময় নিয়ে ফেলেছিলাম তখন নিজের মধ্যে একটা ভয়ও কাজ করছিল। যদিও সবার সহযোগিতায় তা কাটিয়ে উঠতে পেরেছিলাম খুব সহজ এবং সাবলীলভাবে। বৃষ্টির প্রেমে প্রেমিক হও, সঙ্গীতাঙ্গনের সাথে রও।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles