Wednesday, April 24, 2024

শিল্পী মনে বৃষ্টির ভাবনা…

– মোশারফ হোসেন মুন্না।

বৃষ্টি এসেছে মনে
অসময়ে এই জীবনে
বৃষ্টি থেকো গো তুমি
সারাক্ষণ আমরণ –
জাহিদ এর কথা ও সুরে গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী আগুন। বৃষ্টি নিয়ে আগুনের অনুভূতির কথা জানলে আমরাও খুঁজে পেতে পারি শৈশবের পুরোনো হয়ে থাকা স্মৃতিকে। আগুন যখন বৃষ্টির প্রেমে পরে তখন সে ক্লাস সেভেন এর একজন ছাত্র। তখন থেকেই শুরু হয় ভালোলাগা, ভালোবাসা। আজও বৃষ্টিকে ভালোবাসেন তিনি। হৃদয়ের গভীর থেকেই তাকে ভালোবাসেন সে। বৃষ্টিকে নিয়ে এভাবেই তার অনুভূতির ধারা ঝরে পড়ছিল শিল্পী আগুনের মুখ থেকে। অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে’ ছিল তার আরও একটি জনপ্রিয় গান। আলাউদ্দিন আলীর সুরে সাজানো নব্বই দশকের জনপ্রিয় এই গানের পেছনে কোনো অন্য রকম ঘটনা না থাকলেও বৃষ্টিকে খুঁজতে কিংবা জীবন সাজে সাজাতে পথ পাড়ি দিয়েছেন নানা অভিজ্ঞতার। গেয়েছেন বৃষ্টি-সংবলিত অনেক গান। হয়েছেন বৃষ্টি বিলাসী। বৃষ্টির প্রতি এ ভালোবাসার রেশ ধরেই ১৯৯৬ সালে বের হয়েছিল তার সলো এ্যালবাম ‘বৃষ্টি ভেজা রাত’। বৃষ্টিকে নিয়ে অনেক অনুভূতি কথা জানাতে হা হা হা করে হেসে উঠলেন আগুন। জানান দিলেন অদ্ভুত এক ঘটনার।

বৃষ্টিকে নিয়ে জীবনে গাওয়ার ক্ষেত্রে অনেকবারই অনেক অভিজ্ঞতার সামনে দাঁড়াতে হয়েছিল আমাকে। অনেক সময় ইমোশনাল হয়ে পড়েছি। বারবার গাইতে হচ্ছিল। তবে আলী আকবর রুপুর সুরে বৃষ্টির সঙ্গে সম্পর্কিত ‘আমি তোমায় ভুলে গেছি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেয়ার জন্য তিনি টানা তিন দিন লাগিয়েছিলেন। আর তার কারণটাও ছিল অদ্ভুত। প্রথম দিনে যখন ভয়েজ দিতে গেলেন তখন গানের প্রথম অংশ গাইতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। দ্বিতীয় দিনেও একই অবস্থা হয়েছিল তার। অবশেষে আলী আকবর রুপুর সাহসে নিজেকে শক্ত করে তা গাইতে পেরেছিলেন তৃতীয় দিনে। এছাড়া জাহিদের কথা ও সুরে ‘বৃষ্টি এসেছে মনে’ তার প্রিয় গানের সূচিতে প্রথম দিকে জায়গা করে রেখেছিল সব সময়। বৃষ্টিকে নিয়ে শিল্পী আগুনের যখন এত ভালোলাগা তখন তার কাছে জানতে চাইলাম, বৃষ্টি নামে তার জীবনে কেউ ছিল নাকি যে বৃষ্টিকে নিয়ে এত দুর্বলতা, এত চিন্তা-চেতনা। এবার খুব দৃঢ় কণ্ঠে জবাব এসে ছিল, এখনও আছে। ও এখন দুই সন্তানের জননীও হয়ে গেছে। এমন জবাব শুনে আবারও প্রশ্ন ছুঁড়ে দিলাম। তাহলে কে এই বৃষ্টি? আগুন হেসে দিলেন এবার। তারপর কিছুক্ষণ চুপ থেকে তার সহধর্মিণী তান্নাকে ডাকলেন। তান্না যখন আসল তখন আগুন হাসি দিয়ে বললেন, এই সে বৃষ্টি। যদিও তার এটা ছদ্ম নাম। তবুও সে ছড়িয়ে আছে আমার গানে, জড়িয়ে আছে আমার প্রাণে। এবার আপনার বৃষ্টিকে নিয়ে ভাবনার সময় এলো। আপনি ভাবেন। আমরা আসছি অন্য কোন বৃষ্টি প্রেমিক নিয়ে ভিন্ন মজার কাহিনী সাজাতে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles