asd
Monday, October 7, 2024

ভোকাল বিষয়ক বিভ্রান্তি ?…

– জেমস।

একটি ছোট্ট জেলা শহরে ফিলিংস এর শো হচ্ছিল বেশ কিছুক্ষন চলার পর জেমস গ্রিনরুমে বিশ্রাম নিচ্ছেন। তার চারপাশে ভক্তদের ভিড়। সবাই শিল্পীর কাছে আসতে চায়, কথা বলতে চায়।
অথচ জেমস তাদের কাউকে ঠিকভাবে সময় দিতে পারছেন না এমন সময় ভিড় ঠেলে এগিয়ে এলো এক যুবক।

এবং নিজেকে নতুন গড়ে ওঠা একটি ব্যান্ডের সদস্য হিসেবে পরিচয় দিলেন।
সেই সাথে ব্যান্ডটিকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য জেমসের পরামর্শ চাইলেন।

জেমস যুবকটিকে উৎসাহিত করার জন্য তাদের ব্যান্ডের খুঁটিনাটি নিয়ে আলাপ আলোচনা করার এক পর্যায়ে ভোকাল এর অবস্থা জানতে চাইলেন।

ছেলেটি চটজলদি জবাব দিল, আমার মামা সিঙ্গাপুর থাকেন !!!
তাকে দিয়ে একটি ভালো ভোকাল আনিয়ে নেবো !!!
হা হা হা হা হা হা হা।

এ ধরনের মানুষ কিন্তু আমার ও আপনার আশেপাশে এখনো ভরপুর।
সা…ব…ধা…ন…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles