asd
Thursday, September 12, 2024

ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী শিল্পী ওমর খালিদ রুমি’র আজ জন্মদিন…

– মোঃ মোশারফ হোসেন মুন্না…

ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী শিল্পী এবং প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার ওমর খালিদ রুমির আজ জন্মদিন। এই গুনী মানুষটির জন্ম ১৯৫৩ সালের ৬ জুলাই, পটুয়াখালী জেলায়।

জানতে চাওয়া হয় যে ১৯৭২ সালের মার্চ মাসে স্বাধীন বাংলাদেশে প্রথম শো এর মাধ্যেমে যে ব্যান্ডের আত্নপ্রকাশ হয় সেই সময় মিউজিকের পাশাপাশি ক্রিকেট খেলা দুটোই কি ভাবে নিয়েছেন তিনি। জবাবে তিনি বলেন যে, ছোট বেলা থেকেই আমি মিউজিক, ক্রিকেট, হকি, ফুটবল, গিটার বাদ্য বাজানো ইত্যাদি সব একসাথে করেছি। কোনোটাকেই ছেড়ে দেয়নি। সব সময় চেষ্টা করেছি সবগুলোতেই থাকতে। একটা সময় এমন হয়েছে যে আমি সব কাজের মধ্যে ডুবে গেলাম। এখনো যা ছেড়ে বাকি আছে চলছে আর কাজের মধ্যেই আমি আনন্দ খুঁজে পাই। এইতো কিছুদিন আগে একটা এ্যালবাম করেছি। সামনে ও আর একটা এক্সট্রা এ্যালবাম করবো বাংলাদেশ ব্যান্ড থেকে। তার পর ক্রিকেটের উপর একটা বাংলা বই লিখেছি। এসব নিয়ে দেশে বিদেশে যাই। সারাক্ষন এসব নিয়ে ব্যাস্ত সময় পার করছি।

তিনি আরো জানান যে মিউজিক করেছেন আবার পাশাপাশি ক্রিকেট খেলেছেন সেখানে ও দুদিকেই অনেক বেশি সিরিয়াস ছিলেন। তবে মিউজিকের চেয়ে ক্রিকেটের গুরুত্ব ছিল তার কাছে বেশী। তিনি বলেন যে, কোন কাজে ভালো করতে হলে অব্যশই সিরিয়াস হতে হবে। তা না হলে ভালো করা যায়না। খেলাধুলা ও মিউজিক যেমন ভালোবাসতো তেমনি কবিতা, গান লেখালেখিতেও ছিলেন অনেক দক্ষ কথা বলে জানা গেল তার সাথে। এখনও শত ব্যস্ততার মাঝে যখনই সময় পান তখনই পড়াশুনা করেন তিনি। তিনি জানান যে বিগত বছরগুলো ধরে সকাল বেলা দুই ঘন্টা লেখালেখির কাজ করি এবং সন্ধায় বাড়িতে নিজের স্টুডিও আছে সেখানে এ্যালবামের কাজ করি। আবার নতুন ছেলেমেয়েদের সাথে নিয়ে রিয়ার্স করি কখনো শো-তে যাই। এভাবেই কেটে যাচ্ছে সময়। যেমনি আছে শত কাজ কাজের আছে ব্যাস্ততা তেমনি চলছে শতকাজের শত ব্যস্ততায় দেশ-বিদেশে ছোটাছুটি। জন্মদিন উপলক্ষ্যে গুনী মানুষটির দীর্ঘায়ু কামনা করি এবং শুভেচ্ছা জানাই শুভ জন্মদিন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles