asd
Saturday, September 14, 2024

এ সপ্তাহের প্রিয় তারকা – এন্ড্রু কিশোর…

নাম : এন্ড্রু কিশোর কুমার বাড়ৌ।
ডাক নাম : কিশোর
গান করি : আধুনিক, নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত এবং দেশাত্নবোধক।
বাজাই : হারমোনিয়াম।
জন্ম তারিখ : ৪ নভেম্বর।
জন্ম স্হান : রাজশাহী (মিশন হাসপাতাল)।
রাশি : বৃশ্চিক।
প্রিয় শিল্পী : (দেশে) – সবাই।
প্রিয় শিল্পী : (বিদেশে) – সবাই।
প্রিয় ব্যান্ড : (দেশে) – সবাই।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – সবাই।
প্রিয় গান : অনেক, নির্ধারন করে বলা যাবে না।

প্রিয় রং : সব প্রিয়।
প্রিয় ফুল : সব ধরনের ফুল।
স্বপ্ন স্হান : বাংলাদেশ।
আমার লক্ষ্য : দু’টো – সৎ মানুষ এবং চলে যাওয়ার পর সব ভুলে যাওয়া।
আমার দুঃখ : আমার কোনো অন্যায়ের কারনে দুঃখ পেলে কষ্ট পাই।
ভয় পাই : বদনাম।
সবচেয়ে ভালবাসি : নিজেকে।
সবচেয়ে ঘৃনা করি : পরনিন্দা এবং পরচর্চা।
সবচেয়ে বড় বন্ধু : স্ত্রী।
সবচেয়ে বড় শত্রু : আমার শত্রু নাই।
আমার কাছে ভালবাসা : ভাল একটি গান।
আমার কাছে সৌন্দর্য : নিশ্পাপ পবিত্র।
অলংকরন – মাসরিফ হক…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles