asd

গানে গানে বাংলাদেশ…

– মোশারফ হোসেন মুন্না।

ফাল্গুনের নিদাগে, কোকিলের মিষ্টি সুরে, পাতা ঝড়া সবুজ বনানী, যখন বিমলিন। আদ্র শুষ্ক আবহাওয়াতে, কখনো কখনো বৃষ্টি রিমঝিম। সবুজ বনানির আহবানে, চির সবুজ বাংলাদেশে, সবুজের সমারোহে, সুরের রঙ্গীন মঞ্চে পূবাল হাওয়ায় মন দোলানো বিমহিত সুরে সুরঞ্জলীর মূর্ছনায় সঙ্গীতের নতুন মাত্রা যোগ করতে। সঙ্গীতের বাতাস নতুন করে আরো একবার বাংলার কানে পৌছাতে। সংস্কৃতির অতীত ধারাকে ফিরিয়ে আনতে। সঙ্গীতের তরুণত্ব খুঁজে আনতে। বিশ্বের কাছে বাংলাদেশকে গানের দেশ হিসেবে আবারো পরিচিত করতে। বাংলা গানের নতুন এক প্লাটফর্ম তৈরি করতে ২৯ বছরের অভিজ্ঞতা দিয়ে সঙ্গীতাঙ্গন পত্রিকার ধারাবাহিক ষান্মাষিক প্রতিযোগীতামূলক গানের অনুষ্ঠান ‘গানে গানে বাংলাদেশের’ পঞ্চকন্ঠ’র খোঁজে ফাইনাল রাউন্ডে আবারো একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আমরা খুবই আনন্দিত ও গৌরবান্বিত যে আমরা সঙ্গীতকে ভালোবেসে সঙ্গীতের জন্য এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। সঙ্গীতাঙ্গন এর ‘গানে গানে বাংলাদেশ’ এবারই প্রথম। আমরা এই প্রথমবারের অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রশংসা পেয়েছি। আমরা বছরে দুইবার এই প্রতিযোগীতার আয়োজন করবো। প্রথমবার হবে জানুয়ারী থেকে জুন-এর মধ্যে আর দ্বিতীয়বার হবে জুলাই থেকে ডিসেম্বর। বছরে দুইবার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে আনতে চাই বাংলার লোক লোকান্তরে লোকায়িত শুপ্ত প্রতিভাবান গায়ক-গায়ীকাদের। যারা হবেন আগামী দিনের সংস্কৃতির ধারক। প্রতিবারের অনুষ্ঠান থেকে আমরা চুড়ান্ত পর্বে অর্থাৎ ফাইনাল রাউন্ডে পঞ্চকন্ঠ খুঁজে আনবো এবং তাদেরকে নিয়ে প্রতিবার একটি করে সিডি এ্যালবামসহ ভিডিও প্রকাশ করবো। সেই পঞ্চকন্ঠের যাদু ছড়িয়ে দেবো সারা বিশ্বের মানুষের কাছে। আমরা সঙ্গীতাঙ্গন আয়োজিত ‘গানে গানে বাংলাদেশ’ এর আয়োজন করেছি অন্যদের থেকে ভিন্ন ভাবে। আমরা চাইনা অন্যদের মতো প্রতিভা যাচাই করে ছেড়ে দেই। আমরা চাই সেই প্রতিভা সবার মাঝে ছড়িয়ে দেই আমাদের নিজ দায়িত্বে। তাদেরকে নিয়ে সঙ্গীতের যাদুকর বানাতে চাই।

বিশুদ্ধ বাংলা সংস্কৃতি উপহার দিতে চাই। সেই লক্ষ ও উদ্দেশ্যেকে সামনে রেখে সঙ্গীতাঙ্গনের নতুন করে পথচলা। আমরা এর আগে একক সঙ্গীতানুষ্ঠান করেছি বেশ কয়েকবার এবং তা বহাল রেখেছি। এমনি করে সঙ্গীতের প্রতিটা শাখায় সঙ্গীতাঙ্গনের বীজ বপন করবো। আমাদের সঙ্গীতাঙ্গনের মাধ্যমে বাংলা সঙ্গীত যদি এতটুকুও সুনাম অর্জন করতে পারে তাহলেই সঙ্গীতাঙ্গন এর স্বার্থকতা। বাংলা সঙ্গীতকে ভালোবেসে সঙ্গীতের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকতে চায় সঙ্গীতাঙ্গন। আমাদের তেমন কোন চাওয়া পাওয়া নেই কারো কাছে। আমাদের একটাই মাত্র চাওয়া, একটাই মাত্র প্রত্যাশা আর সেটা হলো আমারা সঙ্গীতকে ভালোবেসে সঙ্গীতের সাথে সারাটি জীবন কাটাতে চাই। তাই সবার কাছে একটাই নিবেদন থাকবে সঙ্গীতাঙ্গনকে ভালোবাসুন সঙ্গীতের জন্য। সঙ্গীতাঙ্গনকে সামনে এগিয়ে যেতে দিন সঙ্গীতের জন্য। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনজনদের ভালো রাখুন সেই শুভ কামনায় সঙ্গীতাঙ্গন।

গতকাল রবিবার ১৫ই মার্চ, ২০২০ অনুষ্ঠিত হলো ‘সঙ্গীতাঙ্গন’ আয়োজিত ‘গানে গানে বাংলাদেশ’ এর ফাইনাল রাউন্ড। বাংলাদেশ জাতীয় জাদুঘরে। ‘গানে গানে বাংলাদেশ’ পেজ থেকে পুনঃপ্রচার করা হলো।

গত রবিবার ১৫ই মার্চ, ২০২০ অনুষ্ঠিত হলো 'সঙ্গীতাঙ্গন' আয়োজিত 'গানে গানে বাংলাদেশ' এর ফাইনাল রাউন্ড। বাংলাদেশ জাতীয় জাদুঘরে। 'গানে গানে বাংলাদেশ' পেজ থেকে পুনঃপ্রচার করা হলো। প্রথম পর্ব…

Posted by Gane Gane Bangladesh on Tuesday, March 17, 2020

গত রবিবার ১৫ই মার্চ, ২০২০ অনুষ্ঠিত হলো 'সঙ্গীতাঙ্গন' আয়োজিত 'গানে গানে বাংলাদেশ' এর ফাইনাল রাউন্ড। বাংলাদেশ জাতীয় জাদুঘরে। 'গানে গানে বাংলাদেশ' পেজ থেকে পুনঃপ্রচার করা হলো। দ্বিতীয় পর্ব…

Posted by Gane Gane Bangladesh on Tuesday, March 17, 2020

গত রবিবার ১৫ই মার্চ, ২০২০ অনুষ্ঠিত হলো 'সঙ্গীতাঙ্গন' আয়োজিত 'গানে গানে বাংলাদেশ' এর ফাইনাল রাউন্ড। বাংলাদেশ জাতীয় জাদুঘরে। 'গানে গানে বাংলাদেশ' পেজ থেকে পুনঃপ্রচার করা হলো। তৃতীয় পর্ব…

Posted by Gane Gane Bangladesh on Tuesday, March 17, 2020

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles