asd
Thursday, September 12, 2024

আবারো হাসপাতালে সুরকার…

শাহরিয়ার সাকিব।

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা
তোরা দেনা, দেনা, সে আমি আমার অঙ্গে মাখিয়ে দেনা।’
গানটির কথা মনে পড়লেই, মনে আসে যার কথা তিনি হলেন বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করলে রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সুরকার সেলিম আশরাফকে। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রী দাঁড়ান তার পাশে। করে দিয়েছিলেন ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র। প্রতি সপ্তাহে তার ডায়ালাইসিস করাতে হয়। কিন্তু আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি ‌রামপুরায় বেটার লাইফ হাসপাতালের আইসিইউতে আছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সেলিম আশরাফের বোন হোসনা। অনেকদিন থেকে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যায় ভুগছেন সেলিম আশরাফ। বুধবার রাতে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। তার বোন মিডিয়াকে জানান হঠাৎ করেই ভাইয়ের শ্বাসকষ্ট বেড়ে যায় গতকাল। বাসায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। এখন আইসিইউতেই রাখা হয়েছে তাকে। সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এদিকে সিঙ্গাপুরে অসুস্থ অবস্থায় আছেন গুনী শিল্পী এন্ড্রু কিশোর। তিনি আগেও জানতেন সেলিম আশরাফের কথা। তিনি অসুস্থ থেকে আরেকজন অসুস্থ মানুষের খবর রাখতেন সব সময়। তার চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে যে কনসার্টের আয়োজন করা হয় তা থেকে এন্ড্রোকিশর ৫০০০ সিঙ্গাপুর ডলারের একটি খাম সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আব্দুল হাদীর হাতে তুলে দেন।
এ ছাড়াও সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী ব্যক্তিগতভাবে সুরকার সেলিম আশরাফের চিকিৎসায় সহায়তা প্রদান করেছেন।
দেশবাসীর কাছে সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে সেলিম আসরাফের জন্য দোয়া চাই। সুরকার সেলিম যেনো ভালো হয়ে আবার গানের মাঝে ফিরে আসতে পারে। সবাই ভালো থাকুন।

Related Articles

1 Comment

  1. Very good blog you have here but I was curious if you knew of any
    user discussion forums that cover the same topics talked about in this article?
    I’d really love to be a part of online community where I
    can get comments from other experienced people that share the same interest.
    If you have any suggestions, please let me know.

    Bless you!

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles