Wednesday, April 24, 2024

কিংবদন্তী গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর এর আজ জন্মদিন…

মায়ের একধার দুধের দাম
কাঁটিয়া গায়েরচাম,
পাপোষ বানাইলেও ঋনের শোধ হবেনা,
এমন দরদী ভবে কেউ রবেনা।

এমন দরদভরা গানের মাধ্যমে সারা বাংলার মানুষের কাছে পৌঁছে যায় ফকির আলমগীর। মানুষ এবং মানুষের জীবন ধারার গানের কারণে সবাই উনাকে উপাধি দেন গণসঙ্গীত শিল্পী হিসেবে। সাধারণ মানুষের হৃদয়ের কথাই তার গানে ফোটে উঠে। জীবনের শুরু থেকেই মানুষের মুক্তির গান, জীবনের গান, প্রাণের গান গেয়ে আজও গণমানুষের সাথে মিশে গান করেন আপন মনে। আজ এই প্রাণের গায়কের শুভ জন্মদিন। ১৯৫০ সালে
২১শে ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানায় তিনি জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনের সফলতা এবং ভরাট গায়কীর যোগ্যতায় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গেয়ে এদেশের মাটি ও মানুষের সাথে মিশে যায়। ফকির আলমগীর এর সঙ্গীত জীবন আরও সুন্দর হোক এবং তিনি দীর্ঘজীবী হোক এই প্রতাশা আমাদের। আজ ওনার জন্মদিনে উনার সুস্বাস্থ্য কামনা করি। আগামী ২৩শে ফেব্রুয়ারি ২০২০ সন্ধ্যা ৬টায়, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের উপস্থিতি এ আয়োজনকে সমৃদ্ধ করবে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles