asd
Friday, December 6, 2024

আবারও নাটকে অভিনয় করছেন শুভ্রদেব…

– শাহরিয়ার সাকিব।
নতুন কুঁড়ি গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রেসিডেন্ট পুরস্কার অর্জন করা জনপ্রিয় শ্রোতানন্দিত গায়ক শুভ্রদেব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে মাস্টার্স ডিগ্রী অর্জন করার পর গত শতকের আশির দশকে তিনি কর্মজীবন শুরু করেন এবং সংগীতে আসেন রোমান্টিক গানের গায়ক হয়ে। ১৯৮৪ সালের হেমিলিনের বাঁশিওয়ালা দিয়ে তার এ্যালবামের কাজ শুরু। যে সমস্ত শিল্পীরা এমটিভির মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে প্রথম দিকের শিল্পী তিনি। ভারতের অল্কা ইয়াগনিক এবং বাংলাদেশের শাকিলা জাফরের সাথে তিনি যৌথ গানে কণ্ঠ দিয়েছেন। ২০১৪ সাল পর্যন্ত তার গানের এ্যালবামের এর সংখ্যা প্রায় ২৫টির মত। শুধু সঙ্গীতাঙ্গনেই নয় সঙ্গীতশিল্পী শুভ্রদেবের বিজ্ঞাপন ও নাটকে ও অভিজ্ঞতা আছে। ১৯৮৯ সালে ধারাবাহিক শুকতারা নাটক দিয়ে অভিনয়ে পা রাখেন জনপ্রিয় এই শিল্পী। সর্বশেষ ২০১৬ সালে তাকে দেখা গেছে শ্রাবণ এসেছিলো গান হয়ে শিরোনামের টেলিছবিতে। এবার নতুন একটি ধারাবাহিক নাটকে দেখা যাবে তাকে। নাম ডিগবাজি। নাটকটি লিখেছেন মানস পাল। নির্মাণ করছেন মজিবুল হক খোকন। নাটকটি বিষয়ে সঙ্গীতাঙ্গনকে শুভ্র দেব বলেন, আমি গান নিয়েই থাকতে পছন্দ করি। গানের বাহিরে অভিনয় বা বিজ্ঞাপন এর মধ্যে তেমন মন মানসিকতা নেই। তবে কিছু কিছু সময় এগুলোতে কাজ করি সময় দিতে হয়। প্রপোজাল আসলে না করতে পারি না। তবে জানি আমার প্রথম পছন্দ। গান কি আমি বেশি প্রাধান্য দেই। কিন্তু সাজু খাদেম, মিলনসহ আরও কয়েকজন এমনভাবে ধরলেন যে আবারও অভিনয়ে আসতে হলো। এখানে আমাকে একজন সেলিব্রেটি হিসেবে দেখা যাবে। কয়েকদিন এর কাজ করতে হবে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ড. এনামুল হক, আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, মনিরা আক্তার মিঠু, নাদিয়া মীম, ফারজানা ছবি, জামিল হোসেনসহ অনেকে। শুভ্রদেব তার গানের ব্যাপারে বলেন যে, বর্তমান সময়টা গানের সময় কনসার্ট এর সময়। এই সময়টাতে অনেক বেশি স্টেজ শো হয়। সবাই কমবেশি কনসার্ট নিয়ে ব্যস্ত থাকে। তারই ধারাবাহিকতায়, থার্টিফার্স্টের কনসার্ট করতে আমেরিকা যাচ্ছি। নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের অকল্যান্ডে আরও একটা কনসার্ট অংশগ্রহণ করব। জনপ্রিয় শিল্পী শুভ্রদেব গানের সাথে আছেন অনেকদিন ধরেই। ভক্ত শ্রোতাও আছে যারা রোমান্টিক গান পছন্দ করে তারা শুভ্রদেবের গান শোনেন। সঙ্গীতাঙ্গনের সাথে থাকুন। সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় সঙ্গীতাঙ্গন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles