আন্তর্জাতিক নৃত্য উৎসব ওশান ড্যান্স ফেস্টিভ্যাল ২০১৯…

– সালমা আক্তার।

আন্তর্জাতিক নৃত্য উৎসব ওশান ড্যান্স ফেস্টিভ্যাল ২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারে। অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন এশিয়ার পনেরোটি দেশের দুই শতাধিক শিক্ষক, গবেষক, কোরিওগ্রাফার ও নৃত্য শিল্পী। আগামী ২২-২৫ নভেম্বর কক্সবাজারের মারমেইড ও সিগাল সৈকতে বসবে উৎসব মঞ্চ। ডব্লিউডিএ-এপির বার্ষিক সভার পাশাপাশি নৃত্যযোগে শুরু করতে যাচ্ছে দ্বিবার্ষিক এ উৎসব। দক্ষিণ এশিয়ার সহ-সভাপতি লুবনা মারিয়মের মতে নাচ কেবল বিনোদন নয়, অভিব্যক্তি প্রকাশের একটি মাধ্যম। ওশান ড্যান্স ফেস্টিভ্যালের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি।

প্রথমবারের মত এ উৎসবটি আয়োজন করতে যাচ্ছে নৃত্য শিল্পীদের সংগঠন ‘দ্য ওয়ার্ল্ড ড্যান্স আ্যলায়েন্স এশিয়া প্যাসিফিকের বাংলাদেশ শাখা নৃত্যযোগ। আসছে শীতের বিশেষ আকর্ষণ নৃত্যশিল্পীদের নৃত্যানুষ্ঠান। সঙ্গে থাকছে বিষয় ভিত্তিক বক্তব্য, সেমিনার, কর্মশালা ও নৃত্য পরিবেশনা। শিল্প সংস্কৃতির আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠুক আমাদের এই বাংলাদেশ। উৎসবে সহযোগিতা করছেন চ্যানেল আই, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও ট্যূরিজম বোর্ড। বৈচিত্র্যময় বাংলাদেশ হয়ে উঠুক আরো সমৃদ্ধ ও সুন্দর, নানা আয়োজনে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles