asd
Friday, December 6, 2024

হতে পারে রানু ও শানুর ডুয়েট – জানালেন গায়ক কুমার শানু…

– মোশারফ হোসেন মুন্না।

রানু মণ্ডলের সঙ্গে গান গাওয়া যেতেই পারে, এমন কথাই জানিয়েছেন তারকা গায়ক কুমার শানু। সম্প্রতি কলকাতায় একটি ইভেন্টে এই প্রসঙ্গে কথা বলেন তিনি। সোশাল মিডিয়ার সাম্প্রতিক সেনসেশন রানু মণ্ডলের সঙ্গে ডুয়েট গানের ইচ্ছা প্রকাশ করলেন কুমার শানু। সম্প্রতি তাঁর পুজো এ্যালবাম খেয়ালি দিন-এর প্রকাশনা অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এই কথা জানান তিনি। তারকা গায়ক বলেন, যদি তেমন কোনও সুযোগ পাওয়া যায়, তবে তিনি রানু মণ্ডলের সঙ্গে গান গাইতে প্রস্তুত। ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডলের সম্পর্কে অবহিত হলেও হিমেশ রেশমিয়াঁর সঙ্গে রানুর ডুয়েট গানটি এখনও শোনা হয়ে ওঠেনি তাঁর, এমন কথাই জানিয়েছেন তিনি। কুমার শানু বলেন, যদি কোনও নতুন গায়ক বা গায়িকা আসেন, তবে সেটা আমাদের কাছে অবশ্যই আনন্দের। যদি রানু ভাল কাজ করেন, তিনি প্রশংসা পাবেন।

যদি তেমন কোনও সুযোগ আসে আমার কাছে তবে আমি অবশ্যই ওর সঙ্গে গান গাইব। সোমবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে কুমার শানু লঞ্চ করেন তাঁর পুজোর এ্যালবাম যেখানে রয়েছে মোট ছটি গান। নব্বইয়ে যেমন পুজোর গানের এ্যালবাম হতো, নতুন এই এ্যালবাম সেই স্মৃতি ফিরে আসবে শ্রোতাদের, এমনটাই জানিয়েছেন গায়ক। পাশাপাশি রানু মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, দেখা যাক আগামী দিনে রানু কেমন পারফর্ম করেন। বর্তমান সময়ে প্রযুক্তিগত উন্নতির ফলে অনেকেই গান না গাইতে পারলেও প্রযুক্তির সাহায্যে গায়ক বা গায়িকা হয়ে উঠছেন বলে আক্ষেপ করেন তারকা গায়ক। সঙ্গীতজগতে আজকাল গায়ক-গায়িকাদের ভিড় জমে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles