asd
Tuesday, October 8, 2024

দেশ বরেণ্য কন্ঠ শিল্পী সুবীর নন্দীর জীবনে সবুজ সংকেত…

– সালমা আক্তার।

দেশ বরেণ্য কন্ঠ শিল্পী সুবীর নন্দীর চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সভা আশাবাদী করে বাংলাদেশের সঙ্গীত অনুরাগী সকল ভক্তদের ও সুবীর নন্দী পরিবারের স্বজনদের। রোববার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় বার্ন আ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন, একুশে পদক পাওয়া দেশ বরেণ্য কন্ঠ শিল্পী সুবীর নন্দীকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবীর নন্দীর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার আ্যম্বুলেন্সে বরেণ্য কন্ঠ শিল্পী সুবীর নন্দীকে নিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্য যাত্রা করে। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সিঙ্গাপুরের হাসপাতালে এই শিল্পীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে দেশ বরেণ্য কন্ঠ শিল্পী সুবীর নন্দীর, সঙ্গে আছেন মেয়ে ফাল্গুনী নন্দী।

সোমবার রাতে এয়ার আ্যম্বুলেন্সে বরেণ্য কন্ঠ শিল্পী সুবীর নন্দীকে নিয়ে সিঙ্গাপুর নিয়ে যাবার কথা ছিল কিন্তু আ্যম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রাত ১১টার দিকে বিমানবন্দর থেকে সুবীর নন্দীকে আবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নিয়ে আসা হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অনেক দিন ধরেই যোগাযোগ করা হচ্ছিল সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে বিষয়টি জানান জাতীয় বার্ন আ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন ও দেশ বরেণ্য কন্ঠ শিল্পী সুবীর নন্দীর জামাতা রাজেশ শিকদার। চিকিৎসা ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার পরই উন্নত চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সব ধরনের উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকায় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে পরিবার ও ভক্তদের প্রাণের মনি সুবীর নন্দী, সুবীর নন্দীর সুস্থতার জন্য সঙ্গীতাঙ্গন সবার কাছে দোয়া প্রার্থী।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles