asd
Tuesday, October 8, 2024

বরেণ্য কন্ঠশিল্পী সুবীর নন্দী-র বর্তমান অবস্থা…

– সালমা আক্তার।

ভাগ্য আর সময়ের নিঠুর আঘাতের সাথে লড়াই করে চলেছেন একুশে পদক প্রাপ্ত বরেণ্য কন্ঠ শিল্পী সুবীর নন্দী, গত পাঁচদিন ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএম এইচ) চিকিৎসারত আছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ তৌফিক এলাহির তত্ত্বাবধানে, গত রোববার পারিবারিক এক অনুষ্ঠান শেষে মৌলভীবিজার থেকে ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত এগারোটার দিকে তাঁকে সিএমএইচে নিয়ে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে, অবস্থার অবনতি দেখে লাইফ সাপোর্ট রাখা হয়, থেকে থেকে বুক ভারী করা হাওয়া বইছে স্বজনদের, নীরব নিথর দেহ নিয়ে বাংলা উজ্জ্বল নক্ষত্র প্রতিক্ষার প্রহর গুনছে, এ গোনা অবস্থার উন্নতির ক্ষণ খুঁজে ফিরছে। গত পাঁচদিন ধরে এ অবস্থা আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কন্ঠ শিল্পী সুবীর নন্দী, অবস্থার এখনও উন্নত হয়নি, উন্নত চিকিৎসার তাগিদে বাইরে নেবার ব্যাপারে এখনও কোন সঠিক তথ্য পাওয়া যায় নি, চরম এই মুহূর্তে আমরা সঙ্গীতাঙ্গন এর পরিবারবর্গ এই গুণীর অবস্থার উন্নতি চেয়ে পরম স্রষ্টার কাছে দোয়াপ্রার্থী, জেগে উঠুক প্রাণ চির চাঞ্চল্যে, তালে আর বানীতে থমকে যাক সংগীত প্রেয়সী এই প্রাণ সেই প্রাণ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles