Sunday, March 24, 2024

রোমে বিশ্ব সঙ্গীত উৎসব উদযাপন…

বিশ্বের অন্যান্য দেশের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথিবীর ১০৮টি দেশে ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস উদযাপিত হয়েছে। মূলত এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের শুরুটা হয় ফ্রান্সে। দেশটির এই ঐতিহ্যবাহী সঙ্গীত
উৎসবের নাম দেয়া হয়েছিল ‘বিশ্বব্যাপী সঙ্গীতের দিন’।
১৯৮২ সালে ২১ জুন বিশেষ এই সঙ্গীত উৎসবের দিনটি ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ হিসেবে পরিচিত। এই মিউজিক ফেস্টিভ্যাল বা বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে ইতালী’র বাংলাদেশ দূতাবাস, রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা নাভোনায় ‘রোম সঙ্গীত উৎসব’ এর আয়োজন করে।
দূতাবাসের প্রথম সচিব ইরিন ইসলাম জুলির সঞ্চালনায় ইতালিতে এই প্রথমবারের মতো বিশ্ব সঙ্গীত উৎসবে দেশীয় কৃষ্টি সংস্কৃতির পরিবেশনায় ইতালীয়সহ বিদেশীরা ছিলেন মুগ্ধ।
রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার এই সঙ্গীত উৎসব সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দূতাবাসের এই আয়োজনটির মধ্য দিয়ে শুধু ইতালী নয়, সারা বিশ্বের সংস্কৃতির সাথে সেঁতু বন্ধনের সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা সহ ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহসভাপতি আলী আহমদ ঢালি এবং কমিউনিটি ব্যক্তিত্ব জিএম কিবরিয়া, হোসনে আরা বেগম, লুৎফর রহমান, আতিয়া রসূল কিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঙ্গীতানুষ্ঠানে তাহেরুল ইসলাম, পুতুল, শহীদ, দিপু সঙ্গীত এবং অর্পিতা সিকদার, সিমনা, রূপকথা’র নৃত্য পরিবেশন ইতালীয় ও বিদেশীরাসহ স্থানীয় প্রবাসীরা উপভোগ করেন। – মোশারফ হোসেন মুন্না

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles