asd
Friday, October 4, 2024

এ সপ্তাহের প্রিয় তারকা – ফরিদা পারভীন…

আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে তারকাদের তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –

নাম : ফরিদা পারভীন।
ভক্তরা যে নামে ডাকে : লালন কন্যা, লালন সম্রাজ্ঞী।
পিতার নাম : দেলোয়ার হোসেন।
পড়াশুনা : বাংলা সাহিত্যে (অনার্স)।
পেশা : গান গাওয়া।
অন্যান্য যোগ্যতা : ফরিদা পারভীন ফাউন্ডেশন।
প্রেম : সঙ্গীতই প্রেম।
বিয়ে, ছেলেমেয়ে : তিন ছেলে, এক মেয়ে।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ৫/৬ বয়স।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : কমল চক্রবর্তী।
গান করি : দেশাত্নবোধক, বিশুদ্ধ আধুনিক বাংলা গান, লালন সঙ্গীত গান করতে স্বাচ্ছন্দবোধ করি।
বাজাই : হারমোনিয়াম।
জন্ম তারিখ : ৩১শে ডিসেম্বর।
জন্ম স্হান : নাটোরের চলনবিলের কলন গ্রামে।
রাশি : ধনু।
প্রথম স্টেজ পারফর্ম : কুষ্টিয়াতে।
প্রথম এ্যালবাম : ঢাকা রেকর্ড থেকে (১৯৭৭/৭৮-এ), দেশের গান, লালনের গান।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ১০ থেকে ১৫ হবে।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : ১৯৭৩ সালে (বিটিভিতে)।
কোন পুরষ্কার : একুশে পদক (১৯৮৭), জাতীয় চলচ্চিত্র পুরুস্কার, ফকুওয়াকা পুরুস্কার (জাপান)।
প্রিয় ব্যাক্তি : আবু হেনা মুস্তোফা করিম।
প্রিয় শখ : শাড়ী পড়া।
পছন্দের খাওয়া : করলা, সবজি, ছোট মাছ।
প্রিয় পোশাক : শাড়ী (জামদানী)
প্রিয় পারফিউম : চার্লি।
প্রিয় গাড়ি : এক্স করোলা।
প্রিয় খেলা : ক্রিকেট।
প্রিয় খেলোয়াড় : যে যখন ভাল খেলে তবে অবশ্যই সাকিব।
প্রিয় বই (দেশ/বিদেশ): জীবানন্দ দাশ।
প্রিয় চ্যানেল : সবই।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : গানে গানে সকাল (চ্যানেল আই), লাইভ প্রোগ্রাম (বাংলা ভিশন)।

প্রিয় শিল্পী : (দেশে) – অনেকেই, ফেরদৌসি রহমান, সুবীর নন্দী, আঞ্জুমান আরা বেগম।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): মোঃ ইয়াসিন খান (সেতার), খুরশিদ খান।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): রাজ্জাক, কবরী।
প্রিয় গান : যা গেয়েছি।
প্রিয় রং : সাদা।
প্রিয় ফুল : বেলী।
প্রিয় বেড়ানোর জায়গা : পাহাড়, নদী।
স্বপ্ন স্হান : জন্মস্থান, নাটোর।
অপূর্ণ ইচ্ছা : কিছু নেই।
নতুনদের জন্য কোন উপদেশ : গুরু ধরে সঙ্গীতের চর্চা, সঠিক জায়গা থেকে সঙ্গীত চর্চা।
আমার দুঃখ : অবহেলা।
ভয় পাই : কাজে ত্রুটি আছে কিনা।
এড়িয়ে চলি : খারাপ মানুষকে এড়িয়ে চলা।
আনন্দের স্মৃতি : গানের অনুষ্ঠানে তৃপ্তি সহকারে গাওয়া।
বেদনার স্মৃতি : বাবা যখন এ্যাকসিড্যান্ট এ মারা যান, মা যখন মারা যান।
জীবনটা যেমন : যা কিছু হবে সব নির্ধারিত।
বিশেষ কৃতজ্ঞতা : সকলের প্রতি।
গর্ব হয় : মানুষ আমাকে লালন ফকিরের নামে চিনে।
ভবিষ্যতে হবো : ফরিদা পারভীন ফাউন্ডেশন এর মাধ্যমে লালনতত্ত্ব ছড়িয়ে দেয়া।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : সঙ্গীতশিল্পী।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : ৬২, তেজকুনি পাড়া, ফরিদা পারভীন।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : নিন্দার কাটা যদি না বিধিল গায়।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : ‘সময় গেলে সাধন হবে না’।
সবচেয়ে ভালবাসি : মানুষকে।
সবচেয়ে ঘৃনা করি : চারিত্রিক অবক্ষয়।
সবচেয়ে বড় বন্ধু : নিজেই।
আমার কাছে ভালবাসা : যে দেশে জন্মগ্রহণ করেছি।
আমার কাছে সৌন্দর্য : মানুষের ভেতরের সৌন্দর্য।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : বাংলা একাডেমী।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুরেছেন : অনেক, তবে জাপান সব থেকে ফেবারিট।
অলংকরন – মাসরিফ হক…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles