asd
Tuesday, October 8, 2024

এশিয়ান টিভির লাইভে আখিঁ আলমগীর…

– মোঃ মোশারফ হোসেন মুন্না।

এবারের ঈদে নতুন গানের লিরিক্যাল ভিডিও প্রকাশ পাচ্ছে জনপ্রিয় কন্ঠ শিল্পী আখিঁ আলমগীরের। আখিঁ জানান যে, ঈদের দু-একদিন আগে ‘দস্যি’ শিরোনামের একটি লিরিক্যাল ভিডিও প্রকাশ হবে। গানটিতে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এটি আসিফ আকবরের প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব থেকে প্রকাশ পাচ্ছে। এর কথা লিখেছেন ওমর ফারুক। সুর করেছেন মিলন এবং সংগীতায়োজন করেছেন এমপি রনি।

আখিঁ এ বিষয়ে বলেন, এখনতো মিউজিক ভিডিওর যুগ। গান মানেই মিউজিক ভিডিও। আর ভিডিও ছাড়া তো গান শ্রোতাদের কাছে পৌছানো যায় না। এই চিন্তা করে হলেও গানের ভিডিও করা লাগে। এই গানটিরও হয়তো হবে। এ বিষয়ে এখনো আলোচনা হয়নি। এটা আর্ব-সংশ্লিষ্টরা বলতে পারবে।

আখিঁ আলমগীর জানান যে, এবার ঈদের এশিয়ান টিভির লাইভ অনুষ্ঠানে থাকছি। ঈদের দিন রাত ১১টায় দর্শক-শ্রোতা এবং আমার ভক্তরা সরাসরি আমার গান শুনতে পারবেন। অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জনপ্রিয় এই শিল্পীকে সঙ্গীতাঙ্গনের পক্ষ থেকে ঈদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles