Friday, April 19, 2024

ঈদ আয়োজনে এটিএন বাংলায় ইভা রহমান এর মনের স্মৃতি থেকে নেয়া…

– মোঃ মোশারফ হোসেন মুন্না।

গান আর সুরে রাঙ্গানো হবে ভুবন। গানের সুরের সাথে মিশে যাবে জীবন। নতুন কথার ছন্দ আর মিষ্টি সুরের গানে কেড়ে নিবে মন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এটিএন বাংলা প্রতি বছর প্রচার করে ৮ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এবারও তার ব্যতিক্রম নয়। এবারও প্রচার করা হবে ঈদের ৮ দিন ব্যপি অনুষ্ঠানমালা।

ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে কণ্ঠশিল্পী ইভা রহমানের বিভিন্ন এ্যালবামের নির্বাচিত গান নিয়ে একক সংগীতানুষ্ঠান ‘মনের স্মৃতি থেকে নেয়া’। মোট ১৫টি গান নিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানটি। দেশে এবং প্রবাসের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত ১৫টি এ্যালবামের নির্বাচিত গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ‘মনের যে কথা’ এ্যালবামের ‘এইতো ছিল ভালো’ ও ‘তুমি আছো তাই আমি’, ‘মন থেকে দূরে নয়’ এ্যালবামের ‘কিছু কিছু কথা’ ও ‘এই চোখে রাখো যদি চোখ’, ‘মন আমার’ এ্যালবামের ‘জীবনের পরে যদি জীবন’ ও ‘থাকবো তোমারই হয়ে’, ‘মন মানে না’ এ্যালবামের ‘টিপ টিপ বৃষ্টি’ ও ‘মন মানেনা’, ‘মনে আল্পনা এঁকেছি’ এ্যালবামের ‘তুমি শুধু আমারই’, ‘মনের শহর’ এ্যালবামের ‘তুমি পাশাপাশি চললে’, ‘মন তরী’ এ্যালবামের ‘এতো কাছে আসতে নেই’, ‘মনের মতো তুমি’ এ্যালবামের ‘চলার পথে যেতে যেতে’, ‘মন ছুঁয়ে যায়’ এ্যালবামের ‘আজ তুমি কাছে আসো যদি’, ‘মন শুধু তোমাকে চায়’ এ্যালবামের ‘ঝিকিমিকি ঝিকিমিকি করে’ এবং ‘মন ভেসে যায়’ এ্যালবামের ‘এই তুমি শোন না’ শিরোনামের গানগুলো স্থান পেয়েছে অনুষ্ঠানটিতে। এই শিল্পীর জন্য সঙ্গীতাঙ্গনের পক্ষ থেকে একরাশ প্রিতী ও শুভেচ্ছা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles