asd
Thursday, December 5, 2024

কত যে খুঁজেছি তোমায়… নিলয় দাশ…

E7 Am
সেই যে চলে
Dm G C
আর হায় এলেনা ফিরে
Am Dm G
কত যে খুঁজেছি তোমায়
Am E7 Am
অকারণ অশ্রুজলে।।

Am
এখনেতে আজ
C Dm
উৎসব সারারাত
Am E E7
আলো করে দেয়ালী জ্বলে আছে,
Am C Dm
এখানেতে এক উল্লাস ভরা গান
Am E E7
আবেগেরই দরজা খুলে গেছে।
Dm
তোমাকে বারে বারে
Am
মনে পড়ে আজও
B E7 Am
স্মৃতি শিখা সারাক্ষন জ্বলে
Am Dm G
কত যে খুঁজেছি তোমায়
Am E7 Am
অকারণ অশ্রুজলে।।

Am C Dm
হৃদয়েতে সে কান্না সাদা শ্রোত
Am E E7
আনমনে কোথা যে জ্বলে গেছে
Am C Dm
সেখানেতে এক বন্যা অবিরাম
Am E E7
বেদনার জানালা ভেঙ্গে গেছে।
Dm
তোমারই পথও পানে
Am
আজও চেয়ে আছি
B E7 Am
নয়ন দু’টি সারাক্ষন মেলে।।
কত যে খুঁজেছি তোমায়
অকারণ অশ্রুজলে।
সেই যে……..এলে না ফিরে
অকারণ অশ্রুজলে।
অকারণ অশ্রুজলে।
অকারণ অশ্রুজলে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles