– মোঃ মোশারফ হোসেন মুন্না।
প্রতিবারের মত এবারও হাজির হয়েছি জিপি মিউজিক বিলবোর্ড টপ ২০ নিয়ে। আর জানাতে এসেছি জিপি মিউজিকের দারুন সব ননস্টপ হিট স্ট্রিম গানের তালিকা। প্রিয় আরটিস্টের ভালো ভালো গানগুলো ভক্তের সারিতে
উঠে এসে গানটিকে স্থান দিয়েছে তালিকার বিভিন্ন স্থানে। এবার জিপি মিউজিকের শির্ষে চলে এসেছে “সাজিদ, মিনার রহমান, তাহসান, ইমরান সহ আরো কয়েকজন জনপ্রিয় শিল্পীর ভালো কিছু গান। এসপ্তাহের টপ হিট স্ট্রিম
হলো সাজিদ সরকার ও মিনার রহমানের “দুরে দারিয়ে” জিপির তালিকার প্রথম গান এটি। যা গত সপ্তাহে দ্বিতীয় ছিল। তাহসানের রঙ্গীন সূতার ভালোবাসা গানটি গত সপ্তাহে ছিল প্রথম স্থানে কিন্তু এবার সাজিদ, মিনার, “দুরে
দারিয়ে” গানটির জনপ্রিয়তা বেশি বলে তাহসানের গানটিকে ছাপিয়ে এবার প্রথমে স্থান উঠে এসেছে। মজার ব্যাপার ঘটেছে ইমরানের “প্রিয় অভিমানী” গানটির বেলায়। গত সপ্তাহে ১২ নং থেকে এবার উঠে এলো ৩ নং এ।
৪নং এ স্থান পেলো তাহসানের আরেকটি গান “অপ্রাপ্তি” যা গত তালিকায় ছিল ৩ নং এ। এভাবে ধারাবাহিক ভাবে তালিকায় জায়গা পেয়েছে শুভ, আরেফিন রুমি, মালা, জয় শাহরীয়ার, ঐশী, মিনার রহমান, আসিফ, সহ
আরো অনেকে।
নিচে তাদের বিলবোর্ডের তালিকা দেওয়া হলোঃ
১। দুরে হারিয়ে – সাজিদ সরকার ও মিনার রহমান।
২। রঙ্গীন সূতার ভালোবাসা- তাহসান।
৩। প্রিয় অভিমানী- ইমরান।
৪। অপ্রাপ্তি – তাহসান।
৫। অতপর- শুভ।
৬। পাগল হয়ে যাই- আরেফিন রুমি।
৭। দুনিয়া- মালা।
৮। সন্ধা নামে জানালায়- জয় শাহরিয়ার ও ঐশী।
৯। গতকাল- মিনার রহমান।
১০। সাদা আর লাল- আসিফ আকবার।
১১। ফিরবোনা আর ঘরে- মমতাজ।
১২। ছেড়োনা- হৃদয় খান।
১৩। অনুভূতি- এলিটা, মেহেদী।
১৪। ঘুম- হাবীব ওয়াহীদ।
১৫। তুমি ডাক্তার- বাপ্পা মজুমদার।
১৬। ভয়ানক সুন্দর- অদিত,সোয়েব।
১৭। কত কিছু বাকি- সাজিদ সরকার, মিফতাহ জামান।
১৮। লজ্জা- ফাহমিদা নবী।
১৯। তোকে চাই- আসিফ আকবর, ঐশী।
২০। আমার দু হাতে – সুবীর নন্দী।
সবাই সুস্থ থাকুন বিনোদনের সাথে থাকুন সঙ্গীতাঙ্গন এর সাথে থাকুন। সবাইকে প্রিতী ও শুভেচ্ছায়। আগামী সপ্তাহে আবার জিপি মিউজিকের বিলবোর্ড টপ ২০ নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকুন
সবার মঙ্গল কামনায়।