asd
Thursday, September 12, 2024

পাকিস্তানি সঙ্গীতশিল্পী হানিয়া আসলাম আর নেই…

– শাহরিয়ার খান সাকিব।

আজ ১১ আগষ্ট, পাকিস্তানি সঙ্গীতের এক খ্যাতিমান সঙ্গীতশিল্পী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি হলেন কোক স্টুডিও’র গায়ক হানিয়া আসলাম। তাঁর গাওয়া গানের মধ্যে জনপ্রিয় ছিল ‘চল দিয়া’। কোক স্টুডি্য়ো তাঁকে পৌঁছে দেয় খ্যাতির শিখরে। ‘চল দিয়া’ এই একটি গান দিয়েই সাফল্যের শিখরে পৌছে যান তিনি।

ইনস্টাগ্রামে জেব ওরফে জেব বঙ্গশ এই খবর নিশ্চিত করেছেন। হানিয়া ছিলেন জেবের খুরতুতো বোন এবং একসঙ্গে, তারা অনেক জাদুকরী সুর তৈরি করেছিল। বিশেষ করে কোক স্টুডিও পাকিস্তানে তাঁদের গান মুগ্ধ করেছিল সকলকে। শো থেকে এই জুটির হিট গানের মধ্যে জনপ্রিয় ছিল ‘চল দিয়া’ গানটি।
সোমবার সকালে, জেব ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে লেখেন, ‘হানিনি’।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে গিয়ে সমবেদনা জানিয়েছেন।

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন – তিনি সর্বদা খুব মিষ্টি এবং উজ্জ্বল প্রতিভা সম্পন্ন ছিলেন। আপনার ক্ষতির জন্য খুব দুঃখিত এবং প্রার্থনা করি এই কঠিন সময়ে আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে শক্তি দিক।
কী এক অপরিমেয় ক্ষতি! তিনি খুব প্রতিভাবান ছিলেন। আল্লাহ তাঁর আত্মাকে চিরশান্তি দান করুন এবং আপনাকে এবং পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দৃঢ়ভাবে দান করুন, এমন কথা লেখেন একজন। তৃতীয়জনের মন্তব্য ছিলো এমন, জেব তোমার প্রতি আমার সমস্ত ভালোবাসা। আপনার নাম চিরকাল আমার জন্য সঙ্গীত এবং স্মৃতিতে জড়িয়ে আছে। এত্ত ভালবাসা।

হানিয়া আসলাম করাচিতে জন্মগ্রহণ করেন। ইউলিন ম্যাগাজিনের মতে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। তিনি কানাডায় তার অডিও ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (AED) সম্পন্ন করেছেন। ‘আমি নিশ্চিত নই যে আমি সঙ্গীত অনুসরণ করতে শুরু করেছি নাকি সঙ্গীত আমাকে অনুসরণ করতে শুরু করেছে!’, তিনি ২০২০ সালে একটি সাক্ষাৎকারে আউটলেটকে কথা বলেছিলেন।
আমি আমার গিটার বাজানোর দক্ষতার উপর শুরু করেছি এবং স্নাতক ডিগ্রির সময়ই গান লেখার চেষ্টা করতাম। ২০০১ সালে, চুপ গানটি, যেটি আমার চাচাতো ভাই জেব এর সহযোগিতায় ছিল, ভাইরাল হয়েছিল, যা জেবের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতার দিকে পরিচালিত করেছিল। আমরা পাকিস্তানের সেরা সঙ্গীতশীল্পিদের সঙ্গে আমাদের এ্যালবাম রেকর্ড করেছি, এবং এ আর রহমানের সঙ্গেও কাজ করেছি, হানিয়া আসলামের মৃত্যু সংবাদ টুইটারে ভাগ করে নেন পাকিস্তানের হকি টিমের প্রাক্তন অধিনায়ক ফাসি জাকাও।
তিনি লেখেন, হানিয়া আসলাম প্রয়াত হয়েছেন। কী প্রতিভাবান সঙ্গীতশিল্পী এবং দয়ালু আত্মা ছিলেন। তিনি শান্তিতে বিশ্রাম করুন। সত্যিই দুঃখজনক।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles