asd
Sunday, September 15, 2024

শিল্পীদের ধান্দাবাজ বলে আখ্যা ন্যান্সির…

– হৃদয় হাসান।

বাংলা গানের জগতে আলোচিত-সমালোচিত একটি নাম ন্যান্সি। নানা সময়ে বিভিন্ন ভাবে আলোচনায় থাকেন তিনি। তবে এবার একটু ব্যাতিক্রম দেখা গেলো। এবার তিনি নিজেই আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন অন্য শিল্পীদের নিয়ে।
তারা কারা ?
কাকে নিয়ে ন্যান্সির এতো খোপ ঝাড়া ?

এটা জানতে, ন্যান্সির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাস পড়লে বিষয়টা পরিষ্কার হয়। তিনি তার ফেসবুকে লিখেছেন:
‘প্রিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা, আপনারা যারা চিরকাল সুবিধাভোগী, ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে ?
আপনাদের পুনরায় তারকার মুকুট পরিয়ে অর্ঘ্য নিবেদন করবে ?
ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সাথে তোলা প্রোফাইল পিকচার বদলে কিংবা লোক দেখানো লাল রঙে কাভার ফটো রাঙিয়ে নিজেকে বিপদ সীমার বাইরে রেখেছেন কিন্তু চলমান পরিস্থিতি নিয়ে টু শব্দটি করেননি ! ভবিষ্যতে যার সাথে ছবি দিলে, গুন বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন, সে ফন্দি ফিকির করছেন- ধিক্কার আপনাদের।’

‘বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। অতীতের মতো সত্যি কথা বলার অপরাধে যদি আমি বেয়াদব বা অসহনশীল খেতাব পাই তাতে আমি অখুশি নই। আপনাদের কীর্তি শুধু আমি নই, সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি। আপনাদের সাথে কাজের সূত্রে যে সম্পর্ক ছিলো সেটা আমি ছিন্ন করলাম, আপনাদের বর্জন করলাম। জানি, তাতে আপনাদের কিছু আসে যায় না।
তাতে কি! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমার ওতেই চলবে।’

দেশে ছাত্র আন্দোলন চলছে, তার মনের ভেতরে জমানো খোপ ঝারলেন কিছু বিবেকহীন মানুষের উপর।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles