– প্রেস বিজ্ঞপ্তি।
হ্যাপি নিউ ইয়ার ২০২৩ উপলক্ষে মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও সাজিয়া সুলতানা পুতুল’র যুগল কন্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও ‘গোধূলি রঙে’ প্রকাশিত হলো। মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন ইলা মজিদ, সুর ও সঙ্গীত পরিচালনায় : মো: গোলাম সারোয়ার, চিত্রগ্রহণ ও পরিচালনায়: তৈয়েব রহমান।
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ এর সাধনা। বিশুদ্ধ গান তাকে সবসময়ই তাকে কাছে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার এনে দেয়। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২৫টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। এ্যালবামগুলো হলো :
০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) (২০০৭)
০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) (২০০৮)
০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯)
০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) (২০১০)
০৫. নিঃশব্দ চরনে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) (২০১১)
০৬. গোধূলি ( হারানো দিনের গান) A Tribute to Kishore Kumar (২০১২)
০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) (২০১৩)
০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০১৪)
০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) (২০১৫)
১০. অধরা (আধুনিক গান) (২০১৬)
১১. গানের তরী ( তিন কবির গান) (২০১৬)
১২. বালুকা বেলায় A Tribute to Hemanto Mukherjee (২০১৬)
১৩. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬)১
৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬)
১৫. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান) (২০১৯)
১৬. নীল সমুদ্র (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২০)
১৭. মহাকাব্যের কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) ভারত (২০১৬), বাংলাদেশ (২০২০)
১৮. মহাকবি (বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি) (২০২০)
১৯. প্রথম প্রেম (রবীন্দ্রসঙ্গীত) (২০২১)
২০. তোমার অসীমে (রবীন্দ্রসঙ্গীত) (২০২১)
২১. রাজনীতির কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) (২০২১)
২২. স্মৃতির শহরে (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২২)
২৩. তোমায় গান শোনাব (রবীন্দ্রসঙ্গীত) (২০২২)
২৪. শ্রাবণঘনগহন মোহে (রবীন্দ্রসঙ্গীত) (২০২২)
২৫. জন্মভ‚মি (দেশাত্মবোধক গান) (২০২২)
কণ্ঠশিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ৮ (আট) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেছেন। এবং গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়।