asd
Thursday, October 3, 2024

নভেম্বর রেইন ভলিউম ২…

– প্রেস রিলিজ।

আগামী ১২ই নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বর রেইন ভলিউম ২। গত বছর ২০২১ সালে ঠিক এই দিনেই সফলভাবে অনুষ্ঠিত হয় নভেম্বর রেইন। সেই ধারাবাহিকতায় এবং দর্শক ও পারফরমারদের ভালোবাসা ও অনুপ্রেরণায় ব্র্যান্ডমিথ এক্সপেরেন্সিয়াল এর উদ্যোগে বছরের সবচেয়ে বড় আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বর রেইন ভলিউম ২।

এই বছরের নভেম্বর রেইনে পারফর্ম করবে দেশের জনপ্রিয় সব ব্যান্ড। দেশের মিউজিক ইন্ডাস্ট্রির কিংবদন্তি এবিসি একসাথে পারফর্ম করবে এই শো’তে। সাথে থাকছে অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, মেঘদল, চিরকুট, ইন্দালো, অ্যাসেজ, ভাইকিং ও পাওয়ারসার্জ।

১২ই নভেম্বর আইসিসি এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি। ওপেন এয়ার এই কনসার্ট, ‘মিথ জোন’ ও ‘রকার্স জোন’ এই দুই ভাগে বিভক্ত থাকবে। টিকেট পাওয়া যাবে নভেম্বর রেইনের অনলাইন প্রমোশন এন্ড টিকেটিং পার্টনার গেট সেট রক (Get Set Rock) থেকে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles