asd
Thursday, September 12, 2024

পদ্মা সেতু নিয়ে গান…

– নোমান ওয়াহিদ।

পদ্মা সেতু নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গৌরবময়। তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে আজ দাঁড়িয়ে আছে কোটি বাঙ্গালীর স্বপ্ন। যার নান্দনিক দৃশ্য মন ছুঁয়ে যাবে প্রতিটি মানুষের। তাইতো এই সেতুকে নিয়ে মানুষের আনন্দ উচ্ছ্বাস উন্মাদনার কমতি নেই। কবিদের হস্তে লেখা কবিতা শিল্পীদের মধুর কন্ঠ দিয়ে কতই না গান সৃষ্টি এই স্বপ্নের পদ্মা সেতু নিয়ে। চলুন জেনে নেই পদ্মা সেতু নিয়ে এমন বেশ কয়েকটি গান সম্পর্কে।

তুমি অবিচল দৃঢ়প্রতিজ্ঞ
কথা: কবির বকুল
সুর ও সংগীত: কিশোর দাস
শিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল আলম, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, মমতাজ, বাপ্পা মজুমদার, কনা, নিশিতা, ইমরান ও কিশোর।

পদ্মা সেতুর বিজয়গাথা
কথা: মোকাম আলী খান
সুর ও সংগীত: মিল্টন খন্দকার
শিল্পী: আঁখি আলমগীর, রাজীব, ঝিলিক, সাব্বির, কিশোর ও কোনাল।

পদ্মা সেতুর গান
কথা: জুলফিকার রাসেল
সুর ও সংগীত: ইবরার টিপু
শিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও ইবরার টিপু।

শত বাধা ভয়কে করে জয়
কথা: হাসান মতিউর রহমান
সুর ও সংগীত: ইমন চৌধুরী
শিল্পী: মমতাজ।

পদ্মার বুকে পদ্মফুল
কথা: বায়জীদ খুরশীদ রিয়াজ
সুর: মকসুদ জামিল মিন্টু
শিল্পী: সামিনা চৌধুরী।

গর্বের পদ্মা সেতু
কথা: ওমর ফারুক ফারহান
সুর ও সংগীত: রোহান রাজ
শিল্পী: কাজী শুভ।

পদ্মা সেতু নয়রে শুধু
কথা: হাসান মতিউর রহমান
সুর: আজাদ মিন্টু
শিল্পী: কিরণচন্দ্র রায়, ফকির শাহাবুদ্দিন, আবু বকর সিদ্দিক, মনির বাউলা, সোহাগ, চন্দনা মজুমদার, অনিমা গোমেজ মুক্তি, শাহনাজ বেলী, অংকন ও শারমিন।

সময় এসে শুনেছিল
কথা: শফিকুল ইসলাম বাহার
সুর ও সংগীত: উজ্জ্বল সিনহা
শিল্পী: রাশেদ ও ঝিলিক।

স্বপ্নের পদ্মা সেতু
কথা: ফেরদৌস হোসাইন ভুঁইয়া
সুর ও সংগীত: আশরাফ বাবু
শিল্পী: কামাল আহমেদ ও নাজু আখন্দ।

স্বপ্নের সেতু পদ্মা সেতু
কথা: শফিকুল ইসলাম বাহার
সুর: উজ্জ্বল সিনহা
শিল্পী: প্রিয়াংকা বিশ্বাস ও রাজিব।

পদ্মা সেতু অহংকার
কথা: শেখ নজরুল
সুর: ফিদেল নাঈম, সংগীত: রেজোয়ান শেখ
শিল্পী: মিলন ও বৃষ্টি।

আমরাই পারি
কথা: ইশতিয়াক আহমেদ
সুর ও সংগীত: ইমন চৌধুরী
শিল্পী: অনিমেষ রায় ও নাদেজা সুলতানা আর্নিক, অন্তরা মণ্ডল ও মাটি রহমান।

সাবাস বাংলাদেশ
কথা ও সুর: শাহ আলম সরকার
সংগীত: রোহান রাজ
শিল্পী: সালমা।

পদ্মার বুকে সেতু এঁকে দিলেন জননেত্রী – নকশীকাঁথা
লেখা, সুর ও ভোকাল – সাজেদ ফাতেমী
কম্পোজিশন – রোমেল হাসান।

পদ্মাসেতু
কথা ও সুর : মিলন খান
সংগীত : রাজীব ইসলাম
কন্ঠ : রাজীব ইসলাম

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles