asd
Friday, December 6, 2024

ঢাকার স্টেজ নাচাবেন ওটিলিয়া…

– নোমান ওয়াহিদ।

প্রথমবারের মত ঢাকায় আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত রোমানিয়ার পপ তারকা ওটিলিয়া ব্রুমা। নোকিয়া জি-২১ ফোনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকায় আসবেন তিনি। আগামী ২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এতে লাইভ পারফর্ম করবেন ওটিলিয়া। ঢাকায় আসার খবর ওটিলিয়া তার ফেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহন করতে Otiliyaliveindhaka.com থেকে গেইট পাশ নেয়া যাবে। যার জন্য ভক্তদের একহাজার টাকা অথবা দুইহাজার পাঁচশত টাকা খরচ করতে হবে।

৩০ বছর বয়সী এই তারকা গায়িকার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি লাভ করেন। গানটি শোনেনি, এমন শ্রোতা খুঁজে
পাওয়া দুষ্কর। গ্লোবাল সেনসেশন হয়ে দাঁড়ায় গানটি। ইতিমধ্যে মিউজিক ভিডিওটি ৫৫০ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এরপর তিনি ‘প্রিজিয়নের’ সহ আরো বেশ কিছু জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles