asd
Thursday, September 12, 2024

সঙ্গীতশিল্পী পলাশের সম্মাননা…

– প্রেস রিলিজ।

শ্রবণ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন বিষয়ক সংস্থা ‘মানবসুর উন্নয়ন সংস্থা’ আয়োজিত আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে গতকাল (২৭/৬/২২ ইং) কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে কণ্ঠশিল্পী এবং অভিনেতা পলাশ লোহ’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সমাজ এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে শিল্পী পলাশ লোহ বিষয়ভিত্তিক অসংখ্য মৌলিক গান গেয়েছেন। যেমন- ভাষার গান, স্বাধীনতার গান, শ্রমজীবী মানুষের গান, নারী দিবসের গান, বাবা দিবসের গান, মা দিবসের গান, বিজয়ের গান, ভালোবাসার গান, পথ শিশুদের গান, বিশিষ্ট গুণীজনদের জীবনী নিয়ে গান, পতাকার গান, দেশের গান, আধ্যাত্মিক গান, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক গান এরকম বিভিন্ন বিষয় ভিত্তিক অসংখ্য গান গেয়েছেন শিল্পী পলাশ লোহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুব মহিলালীগ এর সভাপতি জনাবা সাবিনা আক্তার তুহিন। প্রধান আলোচক ছিলেন ‘মানবসুর উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক জনাব সোহরাব এইচ লাভু। শিল্পী পলাশ লোহ বলেন, সম্মাননা সব সময়ই আনন্দের বিষয়। শ্রবণ প্রতিবন্ধীদের সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থা থেকে প্রাপ্ত এই সম্মাননা গ্রহণ করে আমি সত্যিই আনন্দিত। এই সংস্থা আরো উন্নতির দিকে এগিয়ে যাক সমাজের কল্যাণ বার্তা নিয়ে এই প্রত্যাশা করি।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles