জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস এর গান নিয়ে ডিজিটাল আর্কাইভের যাত্রা শুরু হতে যাচ্ছে…

– প্রেমা রহমান।

শিল্পী পরিবার ও কপিরাইট অফিসসহ সংশ্লিষ্ট সব উদ্যোক্তা মিলেই বরেণ্য শিল্পীদের গানসহ নানা সংগৃহীত নথির একটি ডিজিটাল আর্কাইভ তৈরির কাজটি করছেন। এরই ধারাবাহিকতায় এবার নগর বাউল তারকা জেমসের গান নিয়ে ডিজিটাল আর্কাইভ তৈরির উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কপিরাইট অফিসের কর্মকর্তারা জানান, অনলাইন গান প্রকাশের মাধ্যম বদলে দিয়েছে। যে কারণে গান প্রকাশ, সংরক্ষন ও বিপননের জন্য শিল্পী ও মিউজিশিয়ানরা ইউটিউব ও বিভিন্ন ষ্ট্রিমিং প্ল্যাটফর্ম বেছে নিয়েছে। কিন্তু সাংগঠনিকভাবে বা রাষ্ট্রীয় উদ্যোগে এ ধরণের কাজের নজির খুবই কম। এসব বিষয় মাথায় রেখেই বরেণ্য শিল্পীদের নিয়ে ডিজিটাল আর্কাইভ তৈরির পরিকল্পনা করা হয়েছে।

কপিরাইট অফিসের কর্মকর্তারা আরও জানান, ডিজিটাল আর্কাইভ নিয়ে এরই মধ্যে জেমসের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তারা আশা করছেন, এ পরিকল্পনা নিয়ে শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছেতে পারবেন। জেমস বলেন, এমন উদ্যোগ সত্যিকার অর্থে সাধুবাদ পাওয়ার দাবি রাখে। তবে এ বিষয়ে এখনও অফিসালি কিছু জানি না। এর আগে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু’র গানের ডিজিটাল আর্কাইভ তৈরি হয়েছে। আইয়ুব বাচ্চুর পরিবার ও কপিরাইট অফিসের যৌথ প্রয়াসে একটি প্ল্যাটফর্ম এই রক তারকার সব গান, গিটারবাদন থেকে শুরু করে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles