– প্রেস রিলিজ।
শোকাবহ আগস্ট উপলক্ষে মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর মিউজিক ভিডিও ‘পিতা’ প্রকাশিত হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে নিবেদন করা হয়েছে এই মিউজিক ভিডিওটি। গত ২৩ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ তারিখে মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন শাফাৎ খৈয়াম, সুর ও সঙ্গীত, চিত্রগ্রহণ এবং ভিডিও নির্দেশনায় জামিউর রহমান লেমন।
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২০টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। তারমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে শিল্পী কামাল আহমেদ দুইটি একক এ্যালবাম (ক) মহাকাব্যের কবি এবং (খ) মহাকবি প্রকাশ করেছেন।
মহাকাব্যের কবি এ্যালবামে ফজলুল হক খানের কথায় শিল্পী কামাল আহমেদ এর গাওয়া বারোটি গান রয়েছে। গানগুলো হলো :
পনেরই আগস্টের ভোরে গভীর শোকে – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
পনেরই আগস্টের দুঃসহ বেদনায় – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
আমি কারবালা দেখিনি – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।
বেদনার নীল কালিতে লেখা – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
পঁচাত্তর মানে পাথর চাপা শোক – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
তোমার রক্তে ভিজে গেছে পৃথিবীর বুক – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
বঙ্গবন্ধু তোমাকে হারিয়ে – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
তোমার সমাধি দেখে মনে হয় – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।
উনিশ শ বিশ সাল সতেরই মার্চ – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।
একাত্তরের রণাঙ্গন কাঁপানো – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।
তুমি সাধারণ মানুষের রক্তে লেখা – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।
মহাকবি এ্যালবামে বঙ্গবন্ধুকে নিবেদিত শিল্পী কামাল আহমেদ এর গাওয়া ১০টি মৌলিক গান রয়েছে। গানগুলো হলো :
এক মহান জাতির স্বাধীন জমিন – কথা ও সুর: মুজাহিদুল হক লেনিন।
আকাশের মত বিশাল হৃদয় – কথা : অসীম সাহা, সুর : ইবনে রাজন।
শেখ মুজিবের জন্ম শতবর্ষ – কথা : জীবন চৌধুরী, সুর : উজ্জল সিনহা।
শেখ মুজিবের কাছে মোদের ঋণ – কথা : জীবন চৌধুরী, সুর : মাকসুদ জামিল মিন্টু।
মহাকালের মহাকাব্য বাংলাদেশ – কথা : জাহাঙ্গীর রানা, সুর : আনিসুর রহমান তনু।
পাখিরা ডাকলো নাম ধরে – কথা : কাজী রোজী, সুর : মোঃ নজরুল ইসলাম।
সাগরের বিশালতায় হিমালয় সুউচ্চতায় । কথা : সৈয়দ জামান, সুর : ফুয়াদ নাসের।
বাংলা নামের নৌকায় ছিল – কথা : ফেরদৌ হোসেন ভুঁইয়া, সুর : বাসুদেব ঘোষ।
প্রতিদিন সূর্য ওঠে – কথা ও সুর : জামিউর রহমান লেমন।
বঙ্গবন্ধু তুমি এক চেতনা – কথা : শাফাৎ খৈয়াম, সুর : ফরিদ আহমেদ।
যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।