asd
Tuesday, October 8, 2024

সবাইকে বন্ধু দিবস দিবসের শুভেচ্ছা…

“একজন প্রকৃত বন্ধু একটি পবিত্র ফুল
একজন ভাল বন্ধু বিশাল ছায়ার একটি বৃক্ষ
একজন সত্যিকার বন্ধু সারা জীবনের প্রেরণা।”

মানুষ জন্মলগ্ন হইতে যে সম্পর্কের শিকড়ে আবদ্ধ হয়েছে তার মধ্যে অমর একটি বন্ধন বন্ধু। জীবনের শত দু:খ সুখের ভাগাভাগি হয় যেজন দ্বীধাবিহীন সেই বন্ধু। প্রত্যেক জীবনেই বন্ধু প্রয়োজন। আজ বন্ধু দিবস, প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববারে সারা বিশ্বজুড়ে বন্ধু দিবস পালন করা হয় ।

১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায় ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আরতাদের প্রতি সম্মান জানানোর লক্ষেই আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন।

বর্তমানে এটি জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বের বহু দেশেই। যাদের প্রতি মুহূর্তের সঙ্গী বন্ধু আর বন্ধুতা, তারা একমুহূর্তেও জন্যও মন থেকে আড়াল করতে পারেন না বন্ধুদের। জীবনের সংকটে এরা ছুটে যান বন্ধুদের কাছে। আবার আনন্দ, উল্লাস কিংবা দিন শেষের অবসরেও এরা ভালোবাসেন বন্ধুত্বের কলতান শুনতে।

বন্ধু দিবসে বিশ্বের সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles