asd
Saturday, November 9, 2024

ইমন সাহার সঙ্গীত পরিচালনায় ‘চিরঞ্জীব মুজিব’…

– সুব্রত মণ্ডল সৃজন।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ইমন সাহা বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাক্ষরের মাধ্যমে তিনটি পোস্টার উদ্বোধন করেন। তখন উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির পরিচালক এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।

তিনি সঙ্গীত সম্পর্কে বলেন যে, ‘চিরঞ্জীব মুজিবে’ যে গানগুলো স্থান পেয়েছে, তা হলো-
রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আমাদের জাতীয় সঙ্গীত- আমার সোনার বাংলা। কণ্ঠ দিয়েছেন – কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
কাজী নজরুল ইসলামের- কারার ঐ লৌহ কপাট। কণ্ঠ দিয়েছেন – কুমার বিশ্বজিৎ।
আমি কোথায় পাবো তারে। গেয়েছেন – কিরণ চন্দ্র রায়।
নজরুলের আরেকটি গান- আমার আপনার চেয়ে আপন যেজন। কণ্ঠশিল্পী – কোনাল।
আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী নোলক।
এছাড়াও আবহসঙ্গীত সহ সঙ্গীতের পুরো দিকের কাজের পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি (ইমন সাহা)।

চলচ্চিত্রে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন- আহমেদ রুবেল, পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, প্রয়াত এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, সেলিম আহমেদ (প্রয়াত) এবং জুয়েল মাহমুদ।

এই মহৎ কাজটির প্রযোজনা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।
তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ে তারা আমাদের আবহসঙ্গীত সহ অন্যান্য কাজ দেখেছেন এবং তাদের পছন্দ হয়েছে। জুয়েল ভাইয়ের সৌজন্যে এই মহৎ কাজে নিজে সম্পৃক্ত হতে পেরে অনেক আনন্দ বোধ করছি। সেইসাথে তিনি বলেন, সিনেমাটির চূড়ান্ত কাজও প্রায় শেষ পর্যায়ে। তাই আশা করা যায়, এ বছরেই আগামি আগস্ট মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এছাড়াও ইমন সাহা বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যাস্ত সময় পাড় করছেন। উল্লেখযোগ্য কয়েকটি ছবি হলো – গলুই, রুদ্র দ্যা থেট, ছায়াবৃক্ষ, পরিবার প্রভৃতি।

অবশেষে ইমন সাহা বলেন, আশা করছি ‘চিরঞ্জীব মুজিব’ ছবিটি সকলের হৃদয়ে রেখাপাত করবে এবং আমাদের চেতনাকে জাগ্রত করবে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles