রবীন্দ্রজয়ন্তী বা ২৫শে বৈশাখ বাঙালি জাতীর একটি অন্যতম সাংস্কৃতিক উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে প্রতি বছর এপার বাংলা ও ওপার বাংলায় বিশেষ সঙ্গীত উৎসব পালিত হয়। তাই এই ভয়াবহ করোনাকালীন সময়ে ‘সঙ্গীতাঙ্গন’ -১৬০তম রবীন্দ্রজয়ন্তী আয়োজন করেছে এক বিশেষ সঙ্গীতায়োজনের মাধ্যমে। এই সঙ্গীতায়োজন শুরু হবে আজ ৮মে, ২৫শে বৈশাখ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই অনুষ্ঠানটি এই প্রতিবেদনের সাথে (সঙ্গীতাঙ্গন পত্রিকার ওয়েবসাইড) এবং সঙ্গীতাঙ্গন ফেসবুক পেজে সরাসরি লাইভ দেখা যাবে। সঙ্গীতায়োজনে যারা থাকছেন- সম্পা ভট্টাচার্য, আশিকুর রহমান, তপতী রায় ও অনিরুদ্ধ সেন গুপ্ত।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে সঙ্গীতাঙ্গন পত্রিকার বিশেষ অনুষ্ঠানমালায় এখন লাইভে অংশগ্রহন করছেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী – সম্পা ভট্টাচার্য…সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।সংস্কৃতি ও সঙ্গীতাঙ্গন এর সাথে থাকুন…
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে সঙ্গীতাঙ্গন পত্রিকার বিশেষ অনুষ্ঠানমালায় এখন লাইভে অংশগ্রহন করছেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী – আশিকুর রহমান…সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।সংস্কৃতি ও সঙ্গীতাঙ্গন এর সাথে থাকুন…