asd
Friday, September 13, 2024

সঙ্গীতাঙ্গনে গত পঞ্চাশ বছরের সেরা গানগুলো…

তথ্য সংগ্রহে – সালমা আক্তার।
দ্বিতীয় পর্ব প্রকাশিত হল, চলবে…

আঘাত প্রাপ্ত বাতাস কেঁদে উঠলে লোকের কাছে হয়ে উঠে শব্দ, ঘাত-প্রতিঘাতে, হৃদয় নামের যন্ত্র খুশি কিংবা বেদনায় বেজে উঠলে লোকে বলে গান। শুদ্ধ গানই অনুরাগীর প্রাণ। হৃদয়ের অনুভূতি ভালোলাগায় ভরিয়ে দিতে শুদ্ধ গান হয়ে উঠুক সবার নিত্য সঙ্গী। গত পঞ্চাশ বছরে সৃষ্ট শত শত সেরা গানের তালিকায় আজ আমরা জানবো কালজয়ী কিছু শিল্পী, সুর-স্রষ্টা ও গীতিকবির গানের কথা।

১) আমি তোমার শুধু তোমার…- কন্ঠশিল্পী : সৈয়দ আব্দুল হাদী ও মিতালী মুখার্জি। সুর-স্রষ্টা : আলাউদ্দিন আলী, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
২) মেঘের আঁচলে আড়াল করা কান্নাতে…- কন্ঠশিল্পী : সুবীর নন্দী, সুর-স্রষ্টা : এ. এইচ. এম. রফিক, গীতিকবি : রফিকউজ্জামান।
৩) বুকে যার ভালোবাসার ঝড়…- কন্ঠশিল্পী : শবনম আবেদীন, সুর-স্রষ্টা : অনুপ ভট্টাচার্য্য। গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৪) সবাই বলে যত সর্বনাশের মূল…- কন্ঠশিল্পী : নার্গিস পারভীন, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৫) যে আমার হৃদয় করলো চুরি…- কন্ঠশিল্পী : নার্গিস পারভীন, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।
৬) পৃথিবী তো দু’দিনের বাসা…- কন্ঠশিল্পী : সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী, সুর- স্রষ্টা : আহমেদ ইমতিয়াজ বুলবুল, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৭) আমাকে দেখার সেই চোখ তোমার কিগো…- কন্ঠশিল্পী : রুনা লায়লা, সুর-স্রষ্টা : আলম খান, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৮) আমার নাকের ডগায়…- কন্ঠশিল্পী : নার্গিস পারভীন, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৯) পোড়া চোখ…- কন্ঠশিল্পী : নার্গিস পারভীন. সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
১০) অন্তরে কান্দন আমার…- কন্ঠশিল্পী : নার্গিস পারভীন, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
১১) আমার স্বপ্ন যদি লাল গোলাপটা হত…- কন্ঠশিল্পী : শাকিল জাফর, সুর-স্রষ্টা: খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
১২) হারাবার কি যে ব্যথা…- কন্ঠশিল্পী : শাকিলা জাফর, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
১৩) এই রাত্রীকে থেকে যেতে বলো না…- কন্ঠশিল্পী : শাকিলা জাফর, সুর-স্রষ্টা: খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
১৪) অনেক বড়ো ঘরনীও ঘর পায় না…- কন্ঠশিল্পী : শাকিলা জাফর, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
১৫) আমাকে ভুলে যেতে পারবে না…- কন্ঠশিল্পী : মিতালী মুখার্জি, সুর-স্রষ্টা : আলাউদ্দিন আলী, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
১৬) বাঁশিতে মরন ছিল বাঁধা…- কন্ঠশিল্পী : মিতালী মুখার্জি, সুর-স্রষ্টা : আলাউদ্দিন আলী, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
১৭) তুমি দিও উপহার…- কন্ঠশিল্পী : শাহনাজ রহমতুল্লাহ, সুর-স্রষ্টা : আজাদ মন্টু, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
১৮) ঘুরে ঘুরে বারেবারে…- কন্ঠশিল্পী : মিতালী মুখার্জি ও তপন চৌধুরী, সুর-স্রষ্টা: আলাউদ্দিন আলী, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
১৯) নিঝুম আঁধার জুড়ে…- কন্ঠশিল্পী : তপন চৌধুরী ও অনুপমা দেশপান্ডে, সুর-স্রষ্টা : আলাউদ্দিন আলী, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
২০) তোমরা খুঁজো বন্ধুর ঘর…- কন্ঠশিল্পী : তপন চৌধুরী, সুর-স্রষ্টা : আলাউদ্দিন আলী, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
২১) আমি মনকে বন্ধু ভেবে…- কন্ঠশিল্পী : আপেল মাহমুদ, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
২২) তার হাতে ছিল একতারা…- কন্ঠশিল্পী : মোহাম্মদ খুরশীদ আলম, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
২৩) আমার থাকতে পরান…- কন্ঠশিল্পী : কিরন চন্দ্র রায়, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
২৪) বল কেবা শুনেছে এমনও পিরীতি কথা…- কন্ঠশিল্পী : রুনা লায়লা ও সুবীর নন্দী, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
২৫) বধূ তোমার আমার এই যে পিরীতি…- কন্ঠশিল্পী : সুবীর নন্দী, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
২৬) যখন নদীর জলে তোমার…- কন্ঠশিল্পী : এ এইচ এম রফিক, সুর-স্রষ্টা : আতিকুর রহমান, গীতিকবি : রফিকউজ্জামান।
২৭) মাধুবী যেন আবেশে জড়িয়ে দিল…- কন্ঠশিল্পী : আবিদা সুলতানা, সুর-স্রষ্টা : ওমর ফারুক, গীতিকবি : রফিকউজ্জামান।
২৮) অমন ভাবছো কেন দেখা হবে না…- কন্ঠশিল্পী : মোহাম্মদ আব্দুল জব্বার, সুর-স্রষ্টা : আব্দুল আহাদ, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
২৯) কাছেই তো আছো…- কন্ঠশিল্পী : মোহাম্মদ আব্দুল জব্বার ও আবিদা সুলতানা, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৩০) সুখ পাখিরে পিঞ্জরা তোর…- কন্ঠশিল্পী : মিতালী মুখার্জি, সুর-স্রষ্টা: অনুপ ভট্টাচার্য্য, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৩১) গান হয়ে এলে কি…- কন্ঠশিল্পী : বশীর আহমেদ, সুর-স্রষ্টা : ওমর ফারুক, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৩২) এই ভালো, ভুলে গেছো…- কন্ঠশিল্পী : আপেল মাহমুদ, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৩৩) গোধূলি রাঙা মুখে…- কন্ঠশিল্পী : তপন চৌধুরী, সুর-স্রষ্টা: আলাউদ্দিন আলী, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৩৪) মুগ্ধ হৃদয় যেন…- কন্ঠশিল্পী : নীনা হামিদ, সুর-স্রষ্টা : আজাদ রহমান, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৩৫) আমি বেদনাকে বুকে ধরে…- কন্ঠশিল্পী : সাবিহা মাহবুব, সুর-স্রষ্টা : সুবল দাস, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৩৬) মনটা আমার মানুষের মন তো…- কন্ঠশিল্পী : আবিদা সুলতানা, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৩৭) আমার দু’চোখে শ্রাবণকে…- কন্ঠশিল্পী : ফাতেমা তুজ জোহরা, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৩৮) মিছে ভুল বুঝ না…- কন্ঠশিল্পী : অনুপ ভট্টাচার্য্য, সুর-স্রষ্টা : আতিকুর রহমান, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৩৯) নীরবে আমায় চলে যেতে দিও…- কন্ঠশিল্পী : সামিনা চৌধুরী, সুর-স্রষ্টা : সমর দাস, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৪০) আমায় কাছে আসতে বল না…- কন্ঠশিল্পী ও সুর-স্রষ্টা : অনুপ ভট্টাচার্য্য, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৪১) বাতাসে এখনও চেনা গোলাপের গন্ধ…- কন্ঠশিল্পী ও সুর-স্রষ্টা : অনুপ ভট্টাচার্য্য, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৪২) রাত এলেই চাঁদ…- কন্ঠশিল্পী : সুবীর নন্দী, সুর-স্রষ্টা : আবেদ হোসেন, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৪৩) আহা কাঙ্খে কলসী…- কন্ঠশিল্পী : সুবীর নন্দী, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৪৪) পাহাড়ের কান্না দেখে…- কন্ঠশিল্পী : সুবীর নন্দী, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৪৫) আমার এক দিকে তুমি…- কন্ঠশিল্পী : সুবীর নন্দী, সুর-স্রষ্টা : শেখ সাদী খান, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৪৬) ফুলে মধু থাকবেই…- কন্ঠশিল্পী : নিলুফার ইয়াসমিন, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৪৭) আমি সবই তো ভালবাসলাম…- কন্ঠশিল্পী : নিলুফার ইয়াসমিন, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৪৮) এখন আষাঢ় শ্রাবন…- কন্ঠশিল্পী : নিলুফার ইয়াসমিন, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৪৯) কানে আমার ঝুমকা…- কন্ঠশিল্পী : শাম্মী আখতার, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৫০) মরেছি আমি মরেছি…- কন্ঠশিল্পী : শাম্মী আখতার, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৫১) নদীর ধারে পথ…- কন্ঠশিল্পী : শাম্মী আখতার, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৫২) আমাকে একাই গেলে ফেলে…- কন্ঠশিল্পী : শাম্মী আখতার, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৫৩) বন্ধু হতে চেয়ে তোমার…- কন্ঠশিল্পী : সুবীর নন্দী, সুর-স্রষ্টা : সত্য সাহা, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৫৪) হায়রে অবুঝ নদীর…- কন্ঠশিল্পী : সুবীর নন্দী, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৫৫) বধূ যেদিন হতে…- কন্ঠশিল্পী : দিলরুবা খান, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৫৬) ভালোবাসার আলো চোখে…- কন্ঠ শিল্পী : ফেরদৌসি রহমান, সুর-স্রষ্টা : ওমর ফারুক, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৫৭) মুগ্ধ আমার এ চোখ…- কন্ঠশিল্পী : ফেরদৌসি রহমান, সুর-স্রষ্টা : আজাদ রহমান, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৫৮) আমি যেন এক রাত্রি…- কন্ঠশিল্পী : নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সুর-স্রষ্টা : সমর দাস, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৫৯) ভালোবাসা যত বড়…- কন্ঠশিল্পী : মিতালী মুখার্জি ও কুমার শানু, সুর-স্রষ্টা : আলাউদ্দিন আলী, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৬০) মন নেবার আগে…- কন্ঠশিল্পী : হাসিনা মমতাজ, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৬১) তাজমহলের সামনে দাঁড়িয়ে…- কন্ঠশিল্পী : এন্ড্রু কিশোর, সুর-স্রষ্টা : শওকত হোসেন, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৬২) অন্তর জ্বালাইয়া বন্ধু…- কন্ঠশিল্পী : রুনা লায়লা ও এন্ড্রু কিশোর, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৬৩) মন আমার ছোট্ট বাসা…- কন্ঠশিল্পী : শাকিলা জাফর ও এন্ড্রু কিশোর, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৬৪) পথ চিরদিন সাথী হয়ে…- কন্ঠশিল্পী : আব্দুল জব্বার, সুর-স্রষ্টা : রাজা হোসেন খান, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৬৫) এ দেখা প্রথম দেখা…- কন্ঠশিল্পী : সৈয়দ আব্দুল হাদী, সুর-স্রষ্টা : সেলিম আশরাফ, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৬৬) যে সাগর দেখে…- কন্ঠশিল্পী : খুরশিদ আলম, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৬৭) শুধু জানতে চেয়েছিলাম…- কন্ঠশিল্পী : সৈয়দ আবুল হাদী, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৬৮) ওরে আয় তোরা আয়…- কন্ঠশিল্পী : শাম্মী আখতার, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি :মোহাম্মদ রফিকউজ্জামান।
৬৯) মন রে তুই পাখনা মেলে…- কন্ঠশিল্পী : সৈয়দ আব্দুল হাদী, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৭০) আমার হৃদয় থেকে দূরে যেতে…- কন্ঠশিল্পী : সৈয়দ আব্দুল হাদী, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৭১) সেই পাখিটার ধরলাম…- কন্ঠশিল্পী : সুবীর নন্দী, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৭২) সুখ পাখি তোর হইলো না আপন…- কন্ঠশিল্পী : সুবীর নন্দী, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৭৩) তুমি এসেছ বহু দিন পর আমি কাঁদলাম…- কন্ঠশিল্পী : সাবিনা ইয়াসমিন, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৭৪) আমি বাজুবন্ধ হলাম না…- কন্ঠশিল্পী : সাবিনা ইয়াসমিন, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৭৫) আমার সকল চাওয়া তোমারই কাছে…- কন্ঠশিল্পী : সাবিনা ইয়াসমিন, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৭৬) দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক…- কন্ঠশিল্পী : সাবিনা ইয়াসমিন, সুর-স্রষ্টা : সত্য সাহা, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৭৭) বধূ যেদিন হতে…- কন্ঠশিল্পী : দিলরুবা খান, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৭৮) আমার মন পাখিটার…- কন্ঠশিল্পী : রুনা লায়লা, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৭৯) সেই রেল লাইনের ধারে…- কন্ঠশিল্পী : সাবিনা ইয়াসমিন, সুর-স্রষ্টা : আহমেদ ইমতিয়াজ বুলবুল, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৮০) দোয়েল পাখি গান শুনিয়ে…- কন্ঠশিল্পী : সাবিনা ইয়াসমিন, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৮১) মাঠের সবুজ থেকে সূর্যের লাল…- কন্ঠশিল্পী : এন্ড্রু কিশোর, খালেদ হাসান মিলু ও কুমার বিশ্বজিৎ, সুর-স্রষ্টা : আলী আকবর রুপু, গীতিকবি :মোহাম্মদ রফিকউজ্জামান
৮২) যদি মরণের পর কেউ…- কন্ঠশিল্পী : সাবিনা ইয়াসমিন, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৮৩) যেখানে মাটির দাওয়ায় পিদীম জ্বলে…- কন্ঠশিল্পী : শবনম আবেদীন, সুর-স্রষ্টা : অনুপ ভট্টাচার্য্য, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৮৪) পদ্ম পাতার পানি নয়…- কন্ঠশিল্পী : এন্ড্রু কিশোর, সুর-স্রষ্টা : আলী আকবর রুপু, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৮৫) ও আমার বাংলাদেশ…- কন্ঠশিল্পী : শাকিলা জাফর, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৮৬) আমার বাউল মনের একতারাটা…- কন্ঠশিল্পী : মোহাম্মদ রফিকুল আলম ও শাম্মী আখতার, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৮৭) সেই যারা ফিরল না আর ঘরে…- কন্ঠশিল্পী : তানভীর আলম সজীব, সুর-স্রষ্টা : অনুপ ভট্টাচার্য্য, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৮৮) পদ্মা, মেঘনা, রূপসা…- কন্ঠশিল্পী : মোহাম্মদ খুরশিদ আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৮৯) দেশের জন্য নেই যার…- সুর-স্রষ্টা : অনুপ ভট্টাচার্য্য, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৯০) শান্তির শ্বেত পাখিটার আজ…- কন্ঠশিল্পী : এন্ড্রু কিশোর, সুর-স্রষ্টা : আলী আকবর রূপু, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৯১) বাংলাদেশের প্রতিদিন হবে…- কন্ঠশিল্পী : এন্ড্রু কিশোর, সুর-স্রষ্টা : আলী আকবর রূপু, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৯৩) আমার সোনার বাংলা…- কন্ঠশিল্পী : মোহাম্মদ রফিকুল আলম, সুর-স্রষ্টা : ফরিদ আহমেদ, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৯৪) তোমার বুকেই আমি…- কন্ঠশিল্পী : রুনা লায়লা, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৯৫) আমার সাধ তো ছিল মা…- কন্ঠশিল্পী : মোহাম্মদ রফিকুল আলম, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৯৬) পাশের দিন পলাশ হয়েই…- কন্ঠশিল্পী : এন্ড্রু কিশোর, সুর-স্রষ্টা : ফরিদ আহমেদ, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৯৭) যেই শব্দটা শব্দের চেয়ে বেশি মিষ্টি…- কন্ঠশিল্পী : সুলতানা চৌধুরী, সুর-স্রষ্টা : খোন্দকার নুরুল আলম, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৯৮) আবার দেখা না হলে…- কন্ঠশিল্পী ও সুর – স্রষ্টা : অনুপ ভট্টাচার্য্য, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
৯৯) জ্বলতে জ্বলতে ঝরে যায় তারা…- কন্ঠশিল্পী ও সুর – স্রষ্টা : অনুপ ভট্টাচার্য্য! গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।
১০০) চোখকে না কাঁদিয়ে…- কন্ঠশিল্পী ও সুর-স্রষ্টা : অনুপ ভট্টাচার্য্য, গীতিকবি : মোহাম্মদ রফিকউজ্জামান।

বেঁচে থাক বাংলা গান।
গত পঞ্চাশ বছরের অন্যান্য সেরা উল্লেখযোগ্য গানের কথা জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles