asd
Thursday, September 12, 2024

চেতনায় নজরুল…

– কলকাতা প্রতিনিধি।

৪ঠা মার্চ থেকে কানাডার প্রথম পূর্ণাঙ্গ বাংলা টিভি চ্যানেল ‘দেশে-বিদেশে’-এর পর্দায় শুরু হলো নতুন অনুষ্ঠান ‘চেতনায় নজরুল’। প্রতি বৃহস্পতিবার লাইভ অনুষ্ঠানটি প্রচারিত হবে টরন্টো ও নিউইয়র্ক সময় সকাল ১০টা, লন্ডন সময় বেলা ৩টা, বাংলাদেশ সময় রাত ৯টা, ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে। কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের পরিকল্পনা বলে জানান ‘দেশে-বিদেশে’-এর সম্পাদক নজরুল মিন্টো।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ছায়ানট (কলকাতা)-এর সভাপতি, নজরুল সংগীতশিল্পী সোমঋতা মল্লিক। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গুণী শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শুধুমাত্র কাজী নজরুল ইসলামের গান কিংবা কবিতা পাঠই নয়, তাঁর সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে এই অনুষ্ঠানে। প্রথম পর্বে কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ শ্রীমতী কল্যাণী কাজীর উপস্থিতি অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। প্রায় দু’ঘণ্টার আড্ডায় উঠে আসে কবি পরিবারের অনেক অজানা তথ্য। উত্তর কলকাতার দর্জি পাড়ায় বড় হয়ে ওঠা, বাবা-মার একমাত্র সন্তান কল্যাণী কাজীর কবির সাথে প্রথম পরিচয় প্রভাতী কবিতার মাধ্যমে। পরবর্তীকালে সেই পরিবারের পুত্রবধূ হয়ে আসা। অনেত স্মৃতি। সেই সব কথাই উঠে এলো অন্তরঙ্গ আলাপচারিতায়। তাঁর হাত ধরে দর্শকরাও কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকলেন। আগামীকাল ১১ই মার্চ ‘চেতনায় নজরুল’- অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফাতেমা-তুজ জোহরা। তাঁর কণ্ঠ মাধুর্য্যে আরও একবার মুগ্ধ হবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে ‘দেশে-বিদেশে’র পর্দায়।

Related Articles

1 Comment

  1. পীযূষ কুমার ভট্টাচার্য্য, লেখক ও নজরুল গবেষক, বাংলাদেশ।

    জয় নজরুল

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles