asd
Saturday, September 28, 2024

শতবর্ষে শতগান উৎসব ২০২০…

সরকারি সংগীত কলেজ প্রথম বারের মত ‘ডিজিটাল প্লাটফর্ম’ এ উদযাপন করতে যাচ্ছে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ১০০ গানের সপ্তাহব্যাপী গীতিময় আয়োজন ‘শতবর্ষে শতগান উৎসব ২০২০’৷ ২৩ নভেম্বর ২০২০ থেকে ২৯ নভেম্বর ২০২০ পর্যন্ত সপ্তাহব্যাপী এ আয়োজন শুরু হবে প্রতিদিন সন্ধা ৬.৩০ মিনিটে ফেসবুক লাইভে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধান সমন্বয়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোঃ মাহবুব হোসেন, সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ প্রফেসর কৃষ্টি হেফাজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সরকারি সংগীত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইন্দুপ্রভা দাস।
অনুষ্ঠান পরিকল্পনায় ‘শতবর্ষে শতগান উৎসব- ২০২০ উদযাপন” কমিটির আহ্বায়ক ড. শিউলি ভট্টাচার্যী।

অনুষ্ঠানটি সাজানো হয়েছে শিশু শিল্পী, বিশিষ্ট শিল্পী, প্রাক্তন শিক্ষার্থী শিল্পী, প্রবাসী শিল্পী, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক এবং সরকারি সংগীত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ে পাঠ এবং সংগীত পরিবেশনা দিয়ে।
অনুষ্ঠানে শিশু শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করবে নকশী, স্পর্শ, অপরাজিতা, জিসান, কুইন ও এরিন।
অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করবেন শিল্পী শাহীন সামাদ, তিমির নন্দী, চন্দনা মজুমদার, ইন্দ্রমোহন রাজবংশী, বুলবুল ইসলাম, বাপ্পা মজুমদার, রুমানা ইসলাম, সাজেদ আকবর, সালমা আকবর, আসগর আলীম, ইয়াসমিন আলী, অসিত রায়, পদ্মিনী দে, লাভলী দেব, তুলিকা ঘোষ চৌধুরী, জয়নুল আবেদীন, দেবদাস চৌধুরী ও তানিয়া নাহিদ।

প্রবাসী শিল্পীদের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে সংগীত পরিবেশন করবেন গৌরী চৌধুরী (যুক্তরাজ্য), ড. মমতাজ মমতা (কানাডা), শাহনাজ রহমান সুমী (যুক্তরাষ্ট্র), ইমতিয়ার ওমর (কানাডা), অরুনাভ ভট্টাচার্য (কানাডা), ড. নার্গিস নাসির (ভারত), জিয়াউল হক জিয়া (যুক্তরাষ্ট্র), বিজয়া সেনগুপ্তা (যুক্তরাষ্ট্র), চিত্রা সরকার (কানাডা)৷
প্রাক্তন শিক্ষার্থী শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করবেন সেলিম রেজা, জাকিউল হাই, সিদ্দিকুর রহমান, বিজন মিস্ত্রী, নাসির (গীটার), সোহানুর রহমান, রাফি তালুকদার বিপ্লব, রোকসানা রুপসা, সুচিত্রা সুত্রধর, আনিসুর রহমান, জি এম জাকির হোসেন, বাবুল আক্তার, মনির বাউল, শহিদুল ইসলাম খোকন, রতন মজুমদার, পুজন বিশ্বাস, ইউসুফ আলী রবিন, এজানুর রহমান, চয়ন ইসলাম, প্রতিক হাসান, ও শাহিন হোসেন।

সপ্তাহব্যাপী এই আয়োজনে সংগীত পরিবেশন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইউডা ও শান্ত- মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকবৃন্দ। সরকারি সংগীত কলেজের শিক্ষকদের মধ্যে সংগীত পরিবেশন করবেন, শিল্পী নাদিরা বেগম, মোহাম্মদ মফিজুর রহমান, শেখ খালিদ হাসান, ড. ফকির শহীদুল ইসলাম সুমন, ছন্দা চক্রবর্তী, মাইনুল আহসান, জি এম সাইফুল ইসলাম, এম এ মমিন , মোহাম্মদ গোলাম মোস্তফা, উর্ব্বি সোম, সৌমিতা বোস ও ইমামুর রশিদ খান।
সরকারি সংগীত কলেজের কৃতি শিক্ষার্থীদের মধ্যে সংগীত পরিবেশন করবে শ্রীকৃষ্ণ গোপাল, শোভন মজুমদার, বিপাশা পারভীন, ইয়ার হোসেন, ফেরদৌস ফকির, তন্বী দেব, শামামা তাহমিদ, আপন মোহাম্মদ, বিজয়া দে, জয়া দাস, শোভন সমাদ্দার, দোলা কর্মকার, শান্তা পাল তুলি, অর্পিতা দাস, আশিকুর রহমান, জ্যোতি করিম, আফিয়া আক্তার আবেদা, শাওন কুমার রায়, আল আমীন, মীর শাখাওয়াত, মেঘলা, আশা খন্দকার ও শিশির পাল।
এছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশনে অংশগ্রহন করবেন দিনাজপুর সংগীত কলেজের কৃতি শিক্ষার্থীগণ।
অনলাইন অনুষ্ঠানে যুক্ত হয়ে এবং শেয়ার করে অনুষ্ঠানকে আনন্দঘন ও সফল করে তুলবেন, এ প্রত্যাশা আমাদের। – প্রেস রিলিজ

অনুষ্ঠানটির সাথে সম্পৃক্ত হতে নীচের লিংকটির সাথে থাকুন। ধন্যবাদ

https://www.facebook.com/groups/1904290566475097/permalink/2869905863246891/

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles