– সুব্রত মণ্ডল সৃজন।
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মৃত্যুর পরে প্রথম জন্মদিনে শিল্পী মোমিন বিশ্বাসের এক ভিন্ন রকম উপহার। এন্ড্রু কিশোরের গাওয়া ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান…’ গানটি নতুন করে এন্ড্রু কিশোরের
ভক্তদের জন্য নিয়ে এসেছে মোমিন বিশ্বাসের কন্ঠে। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ১৯৮৪ সালে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ ছায়াছবিতে গানটি প্রকাশ হয়।
সেই থেকে আজও গানের জনপ্রিয়তা বেড়েই চলছে।
গানটির পুনরায় সঙ্গীতায়োজন করেছেন আর কে সরকার রিপন। এবং গানটি আজ এন্ড্রু কিশোরের জন্মদিনে (৪ নভেম্বর) প্রকাশ করেছেন “অনুপম মুভি সং” ইউটিউব চ্যানেল। আশাকরি শিল্পী মোমিন বিশ্বাসের কন্ঠে গাওয়া
গানটিও জনপ্রিয়তা পাবে।
অবশেষে শিল্পী মোমিন বিশ্বাস গান নিয়ে বলেন, গান নিয়েই বেঁচে আছি, গানেই স্বপ্ন দেখি, গানেই পথ চলি… এভাবেই জীবনে বেঁচে থাকতে চাই…
‘সঙ্গীতাঙ্গন’ এর পক্ষ থেকে শিল্পী এন্ড্রু কিশোর ও মোমিন বিশ্বাস সহ সঙ্গীতপ্রিয়দের প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।