Friday, April 19, 2024

জনপ্রিয় সঙ্গীতশিল্পী শারমিন সাথী ময়না’র একক সঙ্গীত সন্ধ্যা…

  • সুব্রত মণ্ডল সৃজন।

শারমিন সাথী ময়না বাংলাদেশের একজন নজরুল সঙ্গীতশিল্পী। আজ আমরা জানবো নেবো সঙ্গীতাঙ্গন এর সৌজন্যে এই গুণী সঙ্গীতশিল্পীর সঙ্গীতজ্ঞ হয়ে ওঠার কথা। তাহলে চলুন শুরু করি শিল্পী শারমিন সাথী ময়নার সাথে
কথা…

যখন আমার মাত্র পাঁচ বছর বয়স তখন থেকেই আমার গানের ভুবনে প্রবেশ। বাবা ছিল গানের খুব ভক্ত। পারিবারিক পর্যায়ে বড় বোনের হাতে আমার গান আরম্ভ। কিন্তু আনুষ্ঠানিকভাবে সঙ্গীতগুরু অলকা দাসের কাছেই আমার
গানের হাতেখড়ি। ১৯৭৮ সাল থেকে টানা দশ বছর তার কাছে গান শিখি। যখন আমার বয়স মাত্র ছয় বছর।
তারপর আমি পড়ালেখার জন্য ঢাকায় আসি এবং ১৯৯৩ সালে ছায়ানটে নজরুল সংগীত বিভাগে সংগীত শিক্ষার জন্য ভর্তি হই। ছায়ানটের পাশাপাশি তখন থেকেই সুমন চৌধুরীর কাছে গান শিখেছি। – কথাগুলো বলেন শারমিন
সাথী ময়না।

সঙ্গীতাঙ্গনকে তিনি আরো জানান, ছায়ানট থেকে সংগীত শিক্ষায় উত্তীর্ণ হবার পর ২০০০ সাল থেকে এখন পর্যন্ত তিনি ছায়ানটে শিক্ষকতা করছেন।

করোনাকালে কি করছেন ? জিজ্ঞাসা করলে তিনি জানান, হয়তো তেমন কিছু করা হয়নি, করার মাঝে যা হয়েছে তা হলো গান নিয়ে কিছু সঙ্গীত অনুষ্ঠানের ফেসবুক লাইভে অংশগ্রহণ করা। এবং কলকাতার নামকরা শিল্পী
শুভ্রা গুহ, তার কাছ থেকে গানের তালিম নিচ্ছি।

নজরুল সঙ্গীত এর উপরে শারমিন সাথী ময়নার ‘বেঙ্গল ফাউন্ডেশন’ কর্তৃক তিনটি এ্যালবাম প্রকাশ হয়েছে। এ্যালবাম তিনটি –
১. খুঁজি তারে আমি আপনায়
২. সন্ধ্যা গোধূলি এবং
৩. সকাল বেলার সুর।
এছাড়াও হিমাংশু দত্তের সুরে ‘চামেলি তোমারি চাঁদ’ শিরোনামে তাঁর আরও একটি গানের এ্যালবাম রয়েছে।

শিল্পী ময়না বলেন, বাংলাদেশের যারা নজরুল সঙ্গীত শিখতে ও চর্চা করতে আগ্রহী তাদের জন্য ‘নজরুল সঙ্গীত সংস্থা’ আয়োজন করেছে অনলাইনে নজরুল সঙ্গীত শিক্ষা কোর্স। যার সাধারণ সম্পাদক খায়রুল আলম শাকিল।
এখান থেকে অনলাইনে সারাদেশে শুদ্ধভাবে নজরুল সংগীত শেখানো হবে। যা সিলেট অঞ্চল থেকে শুরু হবে ৫ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে।

অবশেষে তিনি শুভাকাঙ্ক্ষীসহ সকলের প্রতি যে কথাগুলো বললেন, সবাই যেন সুস্থ-সুন্দর ভাবে জীবন যাপন করতে পারি, বাংলা গানের চর্চা যেন আরও শুদ্ধ ও সমৃদ্ধি হয়। আমরা যেন সত্যিই একটা সুন্দর, সুখী বাংলাদেশ
গড়তে পারি। যেন একটা মানবিক সমাজ গড়তে পারি সকলের প্রতি এই আহ্বান।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর, ২০২০) রাত ৯টায় এই কন্ঠশিল্পী ‘সঙ্গীতাঙ্গন’ পত্রিকার ফেইসবুক পেইজে ‘একক সঙ্গীত সন্ধ্যা’য় লাইভে আসছেন সঙ্গীত প্রিয়দের গান শোনাতে ও আড্ডা দিতে। কণ্ঠশিল্পী
শারমিন সাথী ময়না’র সাথে লাইভে যুক্ত হতে চোখ রাখুন সঙ্গীতাঙ্গনের ফেইসবুক পেইজে।
www.facebook.com/shangeetangon অথবা এই পেইজের সাথে যুক্ত থাকুন।

‘সঙ্গীতাঙ্গন’ এর পক্ষ থেকে জানাই শিল্পীসহ সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা।

https://www.facebook.com/shangeetangon/videos/3526649174067783/

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles