asd
Friday, September 13, 2024

জানতেন না ভদ্রলোক !!! ???…

– নকীব খান।

১৯৮৪ সালে নকীব খান একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে যুক্তরাষ্ট্র যান।
সেখান থেকে ফেরার পথে দলটি দিন কয়েকের জন্য লন্ডনে যাত্রা বিরতি করেন।

এখানে এক প্রবাসী বাঙালি ভদ্রলোক !!! নকীব খান, কুমার বিশ্বজিৎ ও হানিফ সংকেতকে আমন্ত্রণ জানান তার সদ্য খোলা রেকর্ডিং সেন্টারে।
সবাই আমন্ত্রণ গ্রহণ করেন এবং যথাসময়ে সেই দোকানে ঘুরতে যান।
ঘুরে ফিরে দেখছেন, এমন সময় দোকানটির মালিক ভদ্রলোক তাদেরকে জানালেন যে পশ্চিমবঙ্গ থেকে শ্রাবন্তী মুখোপাধ্যায় এর একটি নতুন রেকর্ড এসেছে।

এরপর তিনি রেকর্ডটি থেকে দু’টি গান বাজিয়ে শোনালেন এবং গান দুটির ভূয়সী প্রশংসা করেন।
গান দুটো ছিল – সোলসের ‘মন শুধু মন ছুঁয়েছে’ এবং ‘ভুলে গেছো তুমি’!!!???
এখানে উল্লেখ্য যে দু’টি গানের সুরকার এবং গীতিকার নকীব খান।
তবে এই কথা সেই প্রবাসী ভদ্রলোক তখন জানতেন না, আশাকরি এখন নিশ্চয়ই জানবেন।
ঘটনা – সংগ্রহ…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles