asd
Thursday, December 5, 2024

ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীনের আজ জন্মদিন…

– মোশারফ হোসেন মুন্না।

ব্ল্যাক ডায়মন্ড, সঙ্গীত তারকা বেবী নাজনীনের শিল্পী জীবনের পথচলায় অর্জিত এক অসাধারণ উপাধি। মিডিয়ায় তার আরেকটি পরিচিতি রয়েছে ‘উত্তরবঙ্গের দোয়েল’ নামে। শৈশবে দুরন্তপনার পাশাপাশি সুরের সঙ্গে ঘটে মেলবন্ধন। মাত্র ৫ বছর বয়সে সঙ্গীতে সম্পৃক্ততা তাঁর। শিশু বয়সেই স্থানীয়, আঞ্চলিক, জাতীয় অনুষ্ঠান এবং রেডিও-টিভিতে গান করে খ্যাতি পান। জাতীয় পর্যায়ের শিল্পী হিসেবে আজকের অবস্থান অর্জনে বেবী নাজনীন অতিবাহিত করেছেন তাঁর সঙ্গীত জীবনের প্রায় ৪৩ বছর। নীলফামারীর সৈয়দপুরে ১৯৬৫ সালের ২৩ আগস্ট বিশিষ্ট গায়িকা বেবী নাজনীন জন্মগ্রহণ করেন। তার একমাত্র পুত্র মহারাজ অমিতাভ সাঈদ আমেরিকার নিউজার্সির রাটগার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা অবস্থায় আছেন। সেখানে দীর্ঘদিন ধরেই আছেন বেবী নাজনীনের ছোট বোন সঙ্গীত শিল্পী লিনি সাবরিন। নিজের এ্যালবামে এ শিল্পী প্রায়ই একটা দুটো গান লিখে থাকেন এবং সুরারোপও করেন।

‘প্রিয়তম’ নামে তার এক এ্যালবামে একটি গানের কথা এবং সুর দিয়েছিলেন। যার প্রথম দুই লাইন হচ্ছে – এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়…। গানটি ব্যাপক জনপ্রিয় হয়। ওই রংধনু থেকে…, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল.., কাল সারারাত ছিল স্বপনেরও রাত…, দু’চোখে ঘুম আসে না…, লোকে বলে আমার ঘরে…, আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে…, সকাল বেলা কোকিল আমার…, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে…, সারা বাংলায় খুঁজি তোমারে… বেবীর এমন বহু জনপ্রিয় গানের মতো ‘বন্ধু তুমি কই কই রে… এ প্রাণও বুঝি যায়রে…’ গানটিও স্থান করে নেয় সঙ্গীত প্রিয় কোটি মানুষের মুখে মুখে। বেবী নাজনীন সঙ্গীত মাধ্যম হিসেবে সবচেয়ে বেশী প্রাধান্য দেন অডিও এবং মঞ্চকে। উল্লেখ্য, বেবী নাজনীন শুধু একজন আধুনিক গানেরই শিল্পী নন। তিনি একই সঙ্গে বিচরণ করেন সঙ্গীতের সকল ধারায়। ক্লাসিক্যাল থেকে রবীন্দ্র, নজরুল, ফোক, আঞ্চলিক সব রকম গানেরই রেকর্ড রয়েছে তার। আধুনিক গানের মোট ৪৯টি একক এ্যালবাম বের হয়। বাংলাদেশে আর কোন গায়িকার এত সংখ্যক আধুনিক গানের এ্যালবাম নেই। এর বাইরে ফোক এবং আঞ্চলিক গানের এ্যালবামও রয়েছে একাধিক। অডিও বাজারে তাঁর ৪২টি এককসহ এবং দেড় শতাধিক মিক্সড অডিও এ্যালবাম প্রকাশিত হয়েছে। চলচ্চিত্র মাধ্যমেও গেয়েছেন হাজারেরও বেশী গান। আর এই জন্য অর্জন করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা আর পুরস্কারে বেবী নাজনীনের বাড়ি পুরোদমে সাজানো। জাতীয় শিশুশিল্পী পুরস্কার পেয়েছেন চারবার। দেশের সেরা গায়িকা হিসেবে বেবী নাজনীন ২০০৩ সালে সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া বাচসাস এবং সিজেএফবি পুরস্কার পেয়েছেন বহুবার। আমরা তার জন্মদিনে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ হোক জন্মদিন। শুভ কামনা সব সময়।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles