– শাহরিয়ার খান সাকিব।
আনোয়ার পারভেজ হচ্ছেন বাংলা সঙ্গীতের অন্যতম সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীতজ্ঞ ও শব্দসৈনিক। বিবিসির জরিপে যে ২০টি বাংলা গান সর্বকালের শ্রেষ্ঠ বলে স্বীকৃতি পেয়েছে, তার মধ্যে আনোয়ার পারভেজ এরই সুরারোপিত গান তিনটি। এগুলো হচ্ছে- জয় বাংলা বাংলার জয়, একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয় এবং একতারা তুই দেশের কথা বল রে এবার বল। আনোয়ার পারভেজের সঙ্গীত জীবন শুরু হয় ষাটের দশকের গোড়ার দিকে। চট্টগ্রাম বেতারে সুরকার পদে যোগদানের মাধ্যমে তার পথচলার শুরু। পরে ঢাকায় এসে বিভিন্ন মাধ্যমে সঙ্গীত পরিচালনা করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের সুর করেন। স্বাধীনতার পরই বাংলাদেশের একটি অন্যতম ব্যবসাসফল ছবি ‘রংবাজ’-এর সুরকারও ছিলেন তিনি। সে সময় ‘সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না’, ‘এই পথে পথে’, ‘আমি একা চলি’ গানগুলো জনপ্রিয়তা লাভ করে। দীর্ঘ ৪০ বছরের সঙ্গীত জীবনে আনোয়ার পারভেজ দুই হাজারেরও বেশি গানে সুর দিয়েছেন। ২০০৬ সালে ১৭ জুন মৃত্যুবরণ করেন তিনি। আনোয়ার পারভেজ, জাফর ইকবাল ও শাহনাজ রহমতুল্লাহ। নিজ নিজ নামে তারা তিনজনই পরিচিত। নিজস্ব গুণে সমৃদ্ধ করেছেন লাল সবুজের এই দেশের সংস্কৃতি। আনোয়ার পারভেজ সুর ও সঙ্গীতায়োজন দিয়ে, শাহনাজ রহমতুল্লাহ গান গেয়ে এবং জাফর ইকবাল সিনেমায় অভিনয় ও গান গেয়ে জয় করেছেন বাংলার প্রতিটি মানুষের মন। হয়েছেন কিংবদন্তি।
অবাক করার মতো বিষয় হচ্ছে, আনোয়ার পারভেজ, শাহনাজ রহমতুল্লাহ ও জাফর ইকবাল; তারা তিনজনই একই পরিবারের সন্তান। এম ফজলুল হক ও আসিয়া হকের সন্তান তারা। তার মধ্যে আনোয়ার পারভেজ সবার বড়, জাফর ইকবাল মেজ এবং শাহনাজ রহমতুল্লাহ সবার ছোট। আজ সেই মহান এ সুরস্রষ্ঠার মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও দোয়া প্রার্থনা। ভালো থাকুক তিনি।