– শাহরিয়ার খান সাকিব।
আমি গুছিয়ে কথা বলতে পারি না,
তাই ভুল হোক বা ঠিক হোক তুমি বুঝে নিও।
ভালোবেসে সারাটি জিবন তোমার
পাশেই থাকতে চাই,
তুমি ছাড়া এমন আপন আপন আমার,
আর কেউ নাই।
তোমার ভালোবাসার এই আহবান,
কথা দিলাম ভালোবেসে দিয়ে যাব এই প্রান।
ভালোবেসে সারাটি জীবন তোমার
পাশেই থাকতে চাই,
তুমি ছাড়া এমন আপন, আপন আমার,
আর কেউ নাই।
উপরের গানের কথাগুলো একজন অবুঝ প্রেমিকের ভালোবাসা প্রকাশের অনুভূতি। সমাজে এমন অনেক প্রেমিক আছে যারা প্রেমিকাকে তার মনের জমানো ভালোবাসার কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারেনা। সোজা সাপটা বলে দেয় আমি গুছিয়ে কথা বলতে পারিনা। তাই ভুল হোক আর ঠিক হোক তুমি বুজে নিও ভালোবেসে সারাটি জীবন তোমার পাশে থাকতে চাই। তুমি ছাড়া এমন আপন আর আমার কেউ নাই। তখন যদি প্রেমিকের ভালোবাসার এই গভীর অনুভূতি প্রেমিকা বুঝতে পারে তাহলে তার প্রেমে সারা দিয়ে সেও তাকে “আমি তোমায় ভালোবাসি” কথাটা বলে দেয়। আর দ্বিতীয় অন্তরায় তার জবাবটা কেমন হবে গানের কথায় সুন্দর ভাবে ফুটে ওঠেছে।
তোমার ভালোবাসার এই আহবান, কথা দিলাম ভালোবেসে দিয়ে যাব এই প্রান। আসলে অগোছালো মানুষের মনে অনেক ভালোবাসা থাকে, যা তারা প্রকাশ করতে পারেনা, অথবা চায়না। এটাই প্রকৃত ভালোবাসা। তাকে কতটা ভালোবাসে তা সে বুঝাতে চায়না তার সঙ্গী যদি বোঝে তাহলেই হবে। এমন গল্পময় কথামালা দিয়ে এত ছোট একটি গীতিকবিতা লিখেছেন নগর বাউল ব্যান্ড ও আর্ক ব্যান্ডের ড্রামস্ বাদক ইমতিয়াজ আলী জিমি। গানটির সুর ও সঙ্গীতায়জন করেছেন ইমতিয়াজ আলী জিমি। সবচেয়ে মজার বিষয় যেটা তা হলো গানটি গেয়েছেন জিমি নিজেই। অসাধারণ হয়েছে গানটি। তার এই প্রথম গান গাইবার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ইমতিয়াজ আলী জিমি বলেন, আসলে গানটি করেছিলাম জেমসের জন্য। সেটা আর গাওয়া হইনি তাই নিজেই কন্ঠে তুলে নিলাম। জানিনা কতটা ভালো হয়েছে। ভালোটা বিচার করবে শ্রোতারা। প্রথম গানে কন্ঠ দেওয়াটা আসলেই নতুন কাজের নতুন একটি আনন্দের অনুভূতি আসে, সচারাচর। তেমনি আমার বেলাতেও। আমার ভালো লাগছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রোতারা যদি চায় হলে সামনে গান করবো আশা করি। তার অনুভূতিটা আসলেই কোন কিছু পাবার আনন্দের মতই। পৃথিবীতে প্রতিটা মানুষই পাবার আনন্দে আনন্দিত হয়। আপনারাও সবাই গানটি একবার হলেও শুনবেন। আশা করি গানের কথায় অন্য রকম একটা গল্প খুঁজে পাবেন। গানটির সাথে সত্যিই কন্ঠটা মিশে একাকার হয়ে গেছে। যে না শুনেছে সে বুঝবেনা। এই ধরনের বাস্তব কথার গান খুব কমই হয়। সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে তার জন্য শুভ কামনা। এগিয়ে যাক আরো অনেক দুর। সবার ভালোবাসায় ভালো কাটুক আগামী দিনগুলি। ইউটিউব লিংক – https://youtu.be/8So6XM3aQHg
ছবি – বাঁধন কুমার প্রনব