asd
Friday, December 6, 2024

আমার এখনও ক্রিকেট খেলতে হবে…

– মোশারফ হোসেন মুন্না।

পৃথিবীতে আসার জন্য হয়তো কেউ আবেদন করেনি। কিন্তু থাকার জন্য আবেদন সবার। বাচঁতে চায় সবাই। মুক্তি চায় মরণ ঘাতক করোনার হাত থেকে। আর তাইতো বাঁচার কথা প্রকাশ করেন গানে গানে। গান গাইলেন নিউজিল্যান্ডের ডান-হাতি স্পিনার ইশ সোধি। করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচতে কীভাবে নিজেদের গৃহবন্দি রাখবেন- জানিয়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের গানটি পোস্ট করেছেন সোধি। গানে গানে তিনি বলেছেন, –
করোনা ভাইরাস, দয়া করে আমার কাছে এসো না।
আমার এখনও ক্রিকেট খেলতে হবে।
আমি জানি, কোভিড-১৯ কি!
আমার টিভির স্ক্রিনে বার বার তোমার নাম শুনতে শুনতে আমি অসুস্থ হয়ে পড়ছি।
চিন্তা করা যায় কিভাবে আকুতি জানালেন এই ক্রিকেট খেলোয়ার। সে মরতে চায় না। সে খেলতে চায়। জীবনকে আরো উপভোগ করতে চায়।
এর আগে করোনা নিয়ে ‘চ্যাম্পিয়ন’ খ্যাত ব্র্যাভো গেয়েছিলেন –
খুব খারাপ সময় চলছে
খুবই বিষাদময় অবস্থা
পুরো বিশ্বেরই এখন সাহায্য দরকার
পুরো বিশ্বে এখন সবকিছুই বন্ধ
সব বিমানবন্দর বন্ধ
কোনো ভক্ত মাঠে আসছে না
এই মহামারি সব মজা নষ্ট করে দিয়েছে।
এই ধরণের কথা দিয়ে গেয়েছেন গান। আসলেই তো জন জীবন একদম নিরবতা বিরাজ করছে। বন্ধ ঘরে একা একা কত আর থাকা যায়। আমরা সবাই চাই করোনার মুক্তি। দেশ থেকে এই ঘাতকব্যাধি চলে গেলে আবারো স্বাভাবিক জীবন নিয়ে মানুষ মেতে উঠবে কর্মজীবনের জোয়ারে। সেই শুভ কামনায় সঙ্গীতাঙ্গন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles